আমাদের কথা খুঁজে নিন

   

ফেরার ঋণ

যদি কোনদিন দিগন্তের ওপরে মাথা তুলে দাঁড়াতে পারি, তোমাদের সব প্রশ্নের উত্তর দিয়ে যাব

ফিরব বলে ট্রেনের রাস্তা মনে রাখি শ্যামাঙ্গিনী তোমার কাছে ফিরে যাওয়ার ঋণ রয়েছে নষ্ট অতীত ফেলতে গিয়েও আগলে রাখি- ফিরব বলে অনিচ্ছাতেও পঞ্জিকাতে চোখ রেখেছি- ফিরব বলে পন করিনি তবু আমার দায় ঠেকেছে- ফিরতে হবে কালো পিচের পথ পেরিয়ে, নগরলোকের গন্ধ শেষে দুর্বাঘাসের সবুজ মাখা মাটির দেশে মাঠের দেশে ঘোলা জলের নদীর কুলে বিছিয়ে রাখো আঁচল খুলে সেই আঁচলের সবুজ পাশে কাশফুলেরা নিত্য হাসে রঙধনু সাত রঙের পরশ নিত্য খেলা করে স্বপ্নে সে রঙ ডাকছে আমায় ফিরতে হবে ঘরে ধানের কাছে ফিরতে হবে অনেক গল্প জমা নদীর কাছে ফিরতে হবে চাইতে হবে ক্ষমা শিশুবেলার সঙ্গীরা সব ডাকছে চুপি ডাকছে সরব আমার বুঝি পরাজয়ের দিন পুরোলো বলে ভোলার কথা ভুলবো আবার মন ভুলানোর ছলে চৈতি বেলায় মেঘের মায়া পুষে রাখি- ফিরব বলে স্মৃতি চষে দশটি দিকের হিসেব রাখি- ফিরব বলে ফিরব বলেই কাব্য করি স্মৃতির ঘাসে ফড়িং ধরি ফিরব বলেই ট্রেনের মায়া আগলে রাখি বুকে ফিরব বলেই আজো আমার মন ভরে যায় সুখে

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।