আমাদের কথা খুঁজে নিন

   

পাঁচটি ভিন্ন শিরোনামের কবিতা

জীবনের জন্যই এই সব কথামালা ১. সত্যের খোজে কই যাবি বল, সত্য তো অস্তিত্ব হারিয়েছে কবে। হয়ে গেছে কারো একবেলার অন্ন। বৃথাই কেনো ছুটে চলিস হয়ে হন্য। তারচেয়ে দে দীর্ঘ ঘু্ম, ঘুমের ভেতর অলীক স্বপ্নরা থাকুক সূর্যের তেজ পড়তেই যাবে হারিয়ে। ঘুম না এলে দে ছুট, লোকাল বাসে চেপে গেলে কমলাপুর লুকিয়ে থাকার পথ নয় তো দূর! সত্য, সত্য বলে এ বৃথা শ্রম - কেনো করিস মুছে যাওয়া সময়ের পর।

। (পলায়নপর কবিতা) ২. আমি নিতে চাই আলোর পাঠ তুমি আমাকে রাত্রি দেখাও বুকের মাঝে বিষাদী ঢেউ এলে তুমি জলের সংজ্ঞা শিখাও। কবর খুড়ে নামফলক লিখে দেই তুমি তখন বর্ণ শেখাও ঘর ছেড়ে দিয়ে বিবাগী হলে পড়ে জুড়ে থাকার নামতা দেখাও। মাথার উপর প্রলয়ঙ্করী মেঘ এলে তুমি আমায় আকাশ দেখাও নিঃস্ব আমি সব হারিয়ে অচল হলে তুমি কিনা জীবন শেখাও। (বৈপরীত্যের কবিতা) ৩. হে ভয়ঙ্কর আগামী, আমাদের বুকে কুড়োলিয়ার ঢেউ চোখে মুখে কালভৈরব শ্মশানের শব পোড়া অন্তিম অন্ধকার।

তুমি ধারণ করে আছো অনিশ্চয়তা খেলা করার আশ্চর্য ঐশ্বরিক প্রতিভা। প্রার্থিত সময় হে, তুমি জেনে গেছো আমাদের অসহায়ত্ব স্বপ্নাতুর বালকদের অবিকল্প চিত্রাংকন তোমার ঠোটে লেগে আছ রহস্যের হাসি ক্ষণকাল গেলেই কারো জন্য উপহাস রাশি তোমার বুক পৃষ্ঠে মৃত শৈশবের নীল পিত। সময় তুমি ললাটতিলক হে, পালটে দিতে পারো পথে থাকা ভঙ্গুর কাল চোখের ভাজে বিলিয়ে দিতে পারো হাসি বিকেল; ললাটে বুনতে পারো একটি অন্যরকম মুগ্ধ সকাল। তুমি উদার হয়ে উঠো আমাদের মায়ের মতো। ।

(বেকারদের কবিতা) ৪. চোখ কান খোলা রেখে মধ্য আকাশে তাকাও বিজ্ঞাপনে ছেয়ে গেছে সবুজ আমাদের তালতলা নিয়ে গেছে ক্যানভাসী দল স্পষ্ট শুনতে পাবে, বিক্রির ধরণ। তাকাও সম্মুখে, শরীরের বিপরীতে ও খানিকটা দখলদারী এখন বাজারিদের... তাড়া থাকলে,নিদেনপক্ষে দরোজায় আড়ি পাতো তোমার প্রবেশদ্বার কিংবা উঠোন চলে গেছে ব্যবসায়ীদের কৌশলে। সময় নেই একেবারেই তোমার, ব্যাপার না বাজারির দল ঠিকই চলে আসবে তোমার সম্মুখে ওরা তোমার আমার ঠিকানা জানে। একবিংশ শতাব্দীতে নিজেকে বিকোনোর দল ভারী পন্য যখন হালকা হয়, বিজ্ঞাপনই তো ভরসা। ।

(বিজ্ঞাপনী কবিতা) ৫. বহুদিন পর শহুরে বাতাস স্নিগ্ধ গতি প্রকৃতিয় বারুদের উস্কানি নেই, বহুদিন পর লোকাল বাসে দরজা উপচে মানুষ বহুদিন পর মানুষের কথা সুর হয়, ছুটোছুটির জীবন নিয়ে কাব্যগাথা হয়। বহুদিন পর শান্ত বিকেল মুড়ি মুড়কির আড্ডা আয়োজন; বহুদিন পর কানে বাজলো সাওতালি গান বহুদিন পর বৃক্ষরাজি এতো সুন্দর। বহুদিন পর স্মৃতিকাতরতার গল্প শুনলাম, বহুদিন পর সত্যি মানুষের বিজয়গাথা। বহুদিন পর তোমাকে মনে পড়লো, বিশ্বাস করো, এ শহর শান্ত হলেই মনে পড়ে। প্রবল ধুলোবালিয় একটু বৃষ্টি হলেই তোমাকে মনে পড়ে।

। (হরতাল-অবরোধবিহীন দিনের কবিতা) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।