আমাদের কথা খুঁজে নিন

   

পাঁচটি কবিতা

আমরা ফাঁকা গুরু / জড় কুশীলব/ সযত্নে কোকিলের বাচ্চা ফোটাই/আমরা গো গর্দভ কাক........................

বিষ পিঁপড়ে ========================== পকেট ভর্তি ঘুম নিয়ে কোথা যাচ্ছ জোনাকি পোকা? অড়হড় ক্ষেতের আবডালে কে শিস দেয়? কে শেখায় ছায়াচুরি-ছায়াহরণ গল্প? ঘুমের তালুতে মাখিয়ে দেয় চোখের সুড়সুড়ি। বলতে পার, বাম স্তনের নিচে কেন? উসখুস করে; বিষ পিঁপড়ে কেন ? কেন? ঘুরঘুর করে চাঁদমুখো রাতের ভেতর। উড়োজাহাজ ========= একটা টোটকা কাগজ উড়ছে আছড়ে পড়ছে আহা! কাগুজে প্লেন। একটা মুচকি হাসি পোকায় কাটছে; পিঁপড়েভূক নাগিনীরা ভেগে বেন্ডে নিয়ে যাচ্ছে কার কার বাড়ি?? কদমফুল =========== হাড়ের ভেতর মসলাবাটা রোদ তবু কোষের ভেতর কী তুখোড় বৃষ্টি! এখন বর্ষাকাল বর্ষাকালে কাশফুল ফোটে না- কদমফুল ফোটে; অথচ কদমফুল দেখিনা কতদিন তোমাকেও...... শহর ========= শহর জুড়ে অজস্র তলপেটওয়ালা গাড়ি "তারা নিয়মিত পিল খায় " সাইনবোর্ড ঝোলাতে ঝোলাতে কন্ডাক্টর যাত্রী তোলে...... শব্দেরা =============== মাগুর মাছের মতন ঘাই দেয় হৃৎপিন্ড দূষণাক্রাণ্ত রক্তের ফোটারা শব্দ হয়ে গড়িয়ে পড়ে ধমনী আর শিরার উঠোনে। আমরা তাদেরকে কি নামে ডাকব? পচনশীল সেই সব শব্দেরা- যাদের চেহারা গুলো কুমারী যোনী সদৃশ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।