রিজওয়ানুল ইসলাম রুদ্র আমার তো ছিলো সবই জন্ম, মৃত্যু, ক্রোধ, অবিনশ্বর এখানে এসে ক্ষয়ে গেছে সব অশ্রুহীন চোখ জমাট পাথর! একদা ঈশ্বর গর্জে উঠেছিলো লাশের স্তূপ, বারুদের গন্ধে অনবরত রক্ত ও শোকের মিছিল শেষ কবে বৃষ্টি ঝরেছিলো ভিজে গিয়েছিলো তোমার সবুজ সালোয়ার। হঠাৎ বজ্রের শব্দ শত্রুর বুলেট, ধোঁয়াশা, পিলখানা ঈশ্বর নেমে এসেছিলো সেদিন শূন্য হাতে সে ফিরে গেছে কুয়াশার রাতে, সন্ত্রস্ত জনতা গাঁজার ধোঁয়ায় শপথ করে খুঁজে ফিরে ব্যর্থ হাতে! শোকার্ত জনতা জলপাইরঙা সৈনিকদের মৃত্যুতে কাঁদে! দূরে ডেকে ওঠে মায়ানেকড়ে... মা বলেছিলো জলদি ঘরে ফিরতে আমি বললাম, এই তো আমি, খুব কাছেই মা... তারপর থেকে আমি আর ঘরে ফিরিনি এরপর আর কেউ জেগে ওঠেনি...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।