আমাদের কথা খুঁজে নিন

   

ইকবালের " তেরে ইশক কি ইন্তেহা চাহতা হু! "

সমাপ্তি কোথায় তোমার ভালোবাসার এতটুকু প্রাণ সইতে পারে না আর ধরে নাও এই কবিতা সব তোমার শেষ জানা নেই ক্ষুদ্র আকাংখার প্রাণ পেয়ে আজ জেগে ওঠে অভিযোগ অভিযোগ করে প্রবল কষ্টের বে -আব্রু হবার এতখানি যার ঝোঁক জেনে নিতে চায় উপায় ধৈর্যের দাবীদার সব এক সাথ হয়ে আছে দাবী করে তারা স্বর্গের মালিকানা মিলিত হবার প্রাণের দাবীর কাছে দাবীগুলো সব মিছে হয় ষোলআনা দেখা না পাবার কঠোর আদেশ তোমার মূসার মনেতে জেগে ওঠে শংকা এতটুকু প্রাণে কত বড় আশা, বলো ! সীমানা হারিয়ে অসীম আকাংখা পৃথিবী প্রার্থী আয়োজন করে আছে কতটুকু আর নিঃশ্বাসে অধিকার আধার ঘনায়ে ভোর উঠে আসে কাছে সময় হয়েছে বাতির নিভে যাবার ভরা মজলিসে জানিয়ে দিয়েছি সব আয়োজন যত ছিল ঢেকে রাখবার সমাপ্তি আমার বড় বেশি বেয়াড়াতে শাস্তি আমার কাংখিত অধিকার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.