নিহতরা হলেন- শাহবাজপুর গ্রামের আনার মিয়া, বিজয়নগরের রামপুরা গ্রামের আনসার আলী এবং নবীনগরের বিদ্যাকুট গ্রামের নাছির মিয়া ও হরিপুর গ্রামের সাফিয়া খাতুন (৫৫)।
আহতদের পরিচয় তাৎকক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
সরাইল থানার ওসি উত্তম কুমার চক্রবর্তী বলেন, সকাল ১০টার দিকে ঝড় শুরু হয়ে প্রায় ঘণ্টাখানেক চলে।
ঝড়ে নবীনগরের কাইতলা উত্তর ইউনিয়নের কোনাউর ও কসবার মূলগ্রাম ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের প্রায় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়।
গ্রামের বাসিন্দারা জানান, ঝড়ে তাদের ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে।
নবীনগর থানার ওসি আবু জাফর বলেন, ঝড়ে ওই দুই গ্রামের অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।