মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথের তালশহর রেলষ্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন তালশহর গ্রামের সরকার বাড়ির খলিলুর রহমান সরকারের ছেলে আবু শামা সরকার (৫০)। গুরুতর আহত মনির হোসেন সরকার (৩৫) তার চাচাত ভাই।
নিহতের চাচা বাসির সরকার বলেন, মনির ও আবু শামা রেলষ্টেশনের পশ্চিম পাশের রেললাইনে বসে কথা বলছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর গোধূলী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই আবু শামা সরকার নিহত হয়।
‘মনির হোসেন সরকার গুরুতর আহত হয়। আহত মনির হোসেনকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ’
জেলা সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক বিশ্বনাথ ভৌমিক বলেন, মনির হোসেনের ডান পা কেটে গেছে। তার মাথায়ও প্রচণ্ড আঘাত রয়েছে।
‘অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা পাঠানো হয়েছে।
’
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।