ঢাকা-সিলেট ও ঢাকা চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং রেল স্টেশনের আউটার সিগন্যালের কাছে ঢাকা অভিমুখী অ্যাডভ্যান্সড পাইলট ট্রেন লাইনচ্যুত হয়েছে। আজ শুক্রবার ভোরে দুবৃর্ত্তরা এই রেল লাইনের ফিসপ্লেট ও নাট-বল্টু খুলে নিলে এ ঘটনা ঘটে।
রেলপথের নিরাপত্তার জন্য চালু করা ইঞ্জিনবিশিষ্ট এই শাটল ট্রেনটি আখাউড়া জংশনের স্টেশন থেকে ছেড়ে আসার পর লাইনচ্যুত হয়। এতে ওই রুটের আপ লাইনে (ঢাকা অভিমুখী ) ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হতে আরও তিন ঘণ্টা সময় লাগতে পারে বলে জানা যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।