আমাদের কথা খুঁজে নিন

   

ব্রাহ্মণবাড়িয়ায় নৈশপ্রহরী কুমিল্লায় কৃষক খুন

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নৈশপ্রহরী এবং কুমিল্লায় প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ব্রাহ্মণবাড়িয়ায় হামলায় আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ছাড়া বগুড়া, বরিশাল ও যশোরের বেনাপোলে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

ব্রাহ্মণবাড়িয়া : শহরের দাতিয়ারা এলাকায় সেলিম মিয়ার বালু মহালের নৈশপ্রহরী মঙ্গল মিয়াকে ছরিকাঘাতে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার রাতে একদল দুর্বৃত্ত সেলিমের ড্রেজার মেশিন ও অন্য জিনিসপত্র লুট করার চেষ্টা করে।

এ সময় বাধা দিলে মঙ্গলকে উপর্যুপরি ছুরিকাঘাত করে তারা। সকালে স্থানীয়রা তার লাশ দেখে পুলিশে খবর দেন।

কুমিল্লা : পূর্বশত্রুতার জের ধরে হোমনা উপজেলার কাউয়ারটেকে কৃষক তারা মিয়া খুন হয়েছেন বলে জানা গেছে। তারা মিয়ার ছেলেদের সঙ্গে শুক্রবার রাতে পাশের বাড়ির মোস্তফার ঝগড়া বাধে। ঝগড়া থামাতে মোস্তফার বাড়ি যান তারা মিয়া।

এ সময় কথাকাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষ তারা মিয়াকে মারধর করে। গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বগুড়া : উপশহরের নিখোঁজ ব্যবসায়ী মুজাহিদুর রহমান সাজুর লাশ উদ্ধার করেছে পুলিশ। কাহালু উপজেলার খেজুরতলা নামক স্থান থেকে গতকাল তার মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। সাজু উপশহরে শ্বশুরবাড়িতে থাকতেন।

তার বাড়ি নওগাঁর মহাদেবপুরের মাতাজিহাট গ্রামে। বরিশাল : মুলাদী উপজেলা সংলগ্ন আড়িয়াল খাঁ নদী থেকে গতকাল সবজি ব্যবসায়ী আবদুর রহমান বেপারির লাশ উদ্ধার করেছে পুলিশ। রহমান মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানার ভোংগা এলাকার কুব্বত আলীর ছেলে। ব্রাহ্মণবাড়িয়া : আশুগঞ্জে খড়িয়ালা গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত মিজান সরকার গতকাল ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে মারা গেছেন। এ ব্যাপারে আশুগঞ্জ থানায় হত্যা মামলা করা হয়েছে।

এদিকে ঘটনার পর থেকে গ্রেফতারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন প্রতিপক্ষের লোকজন। বেনাপোল : উপজেলার বেনাপোলের গাতিপাড়া সীমান্তে অজ্ঞাত পরিচয় তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার গায়ের রং ফর্সা, পরনে ছিল জিনস প্যান্ট ও শার্ট।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.