শুক্রবার বিকেল ৩টার দিকে এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো পাঁচজন। সংঘর্ষের পর কুমিল্লা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের চিকিৎসক মো. শাখাওয়াত হোসেন বলেন, “গুলিবিদ্ধ বুলেট মিয়া (৩০) হাসপাতালে আনার আগেই মারা যান।”
বুলেটের বাড়ি শহরের সরকার পাড়ায় বলে জানিয়েছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, ব্যাটারিচালিত অটোরিকশার ভাড়া নিয়ে দুই যুবকের কথা কাটাকাটির এক পর্যায়ে দুই মহল্লার লোকজনের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
নতুন করে বিশৃঙ্খলা এড়াতে ওই এলাকায় দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে বলে পুলিশ সুপার জানান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।