শনিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
বাসচালক সিরাজুল ইসলামসহ (৪২) গুরুতর আহত ১৮ জনকে ঢাকায় পাঠানো হয়েছে।
এছাড়া ছয়জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরা হলেন বাসযাত্রী কুমিল্লার জোৎস্না বেগম (৪০), জুয়েল মিয়া (২৮) ও মারিয়া আক্তার (১০), ট্রাক্টরের শ্রমিক ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘরের শুক্কুর মিয়া (৩২), জুয়েল মিয়া (২২) ও কালু মিয়া (২৫)।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. হানিফ বলেন, কুমিল্লা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বিআরটিসি বাসের সঙ্গে রামপুর এলাকায় ইটবাহী একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক্টরটি দুমড়েমুচড়ে যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।