আমাদের কথা খুঁজে নিন

   

ছিনতাই এর নতুন কৌশল -সাবধান বন্ধুগণ

আজ অফিস শেষ করে শিল্পকলা একাডেমী যাব বলে মতিঝিল থেকে একটি রিকসায় উঠলাম। রিকসায় আমি একা। হাতে একটি ব্যাগ এবং এর ভিতর কতগুলো ওয়াল ক্যালেন্ডার। আনমনে আমি চলছি গন্তব্যে। ফকিরাপুল মোড় পার হতেই অপর একটি রিকসা হতে এক ব্যাক্তি আমাকে সালাম দিলো।

রিকসায় লোকটি একা। আমি সালামের উত্তর দিলাম। ”আমাকে চিনতে পারেন নাই?” লো্কটি আমাকে প্রশ্ন করলো। আমি এক চমকেই বুঝতে পারলাম , আমি বোধ হয় কারো টার্গেটে পরিনত হয়েছি। ভদ্রভাবে জবাব দিলাম সরি ভাই আমি আপনাকে চিনতে পারি নাই।

লোকটা তার রিকসা হতে হাত বাড়িয়ে দিলো। অনেকদিন দেখা হয়নি তো তাই চিনতে পারেন নাই। আমি হাত বাড়ালাম না। লোকটি প্রসঙ্গ পাল্টালো। এখন কোথায় চাকরি করেন।

আমি বুঝতে পারছি কোথাও গোলমাল হচ্ছে। রিকসা চলতে লাগলো এবং লোকটি চলন্ত রিকসা থেকেই আমার সাথে ইন্টিমেটেড হতে চাইল। আমি কোন কোন রকম সুয়োগ না দিয়ে শুধু বললাম সরি আপনি ভুল করছেন। আমি আপনাকে চিনি না। লো্কটা কোন রকম সুবিধা করতে পারলো না ।

এর পরেই সে রিকসাটা সামনের মোড়ে হারিয়ে গেলো। আমার রিকসা চলছে, চিন্তা করছি লোকটাকে একজন ভদ্রলোক মনে হলো। তাহলে কি আমি অভদ্র ব্যাবহার করছি। এই ভাবতে ভাবতে আমার রিকসা পলওয়েল মার্কেটের কাছে চলে আসছে। ঠিক এই সময় অপর একটি রিকসা থেকে একজন লোক আমাকে পুর্বের লোকটির স্টাইলে জিঞ্জেস করলো- ভাই কেমন আছেন? আমি লোকটার দিকে তাকালাম এবং বললাম আমি দুঃখিত।

আপনাকে আমি চিনি না। লোকটা তাদের স্টাইলে আমার কাছে সে পরিচিত বলে প্রমান করতে চাইছে। ততক্ষনে আমি নিশ্চিত হয়ে গেলাম যে আমি তাদের টার্গেটে পরিনত হয়েছি। সামনে বিএনপি অফিস। একটি পুলিশের গাড়ী ।

আমি রিকসা হতে নেমে গেলাম। রিকসা বিদায় দিলাম। হাটতে লাগলাম পুলিশের গাড়ীর দিকে। লোকটি ততক্ষনে কোথায় যেন হারিয়ে গেলো। বুঝতে পারলাম এ এক নতুন কৌশল।

ছিনতাই অথবা প্রতারনার। অতএব বন্ধুরা, সাবধান, অপরিচিত কেউ যদি সালাম দিয়ে বলে, আমাকে চিনতে পারেন নাই? এখন কোথায় থাকা হয়, ইত্যাদি ইত্যাদি, তাহলে সতর্ক হয়ে কথা বলুন। নইলে আপনি ছিনতাই অথবা প্রতারনার কবলে পড়ে যেথে পারেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।