আমাদের কথা খুঁজে নিন

   

ছিনতাই

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

ছিনতাই কবিতা লিখতে পারিনা তাই প্রেমিকা জোটেনা এই পোড়া কপালে, এই ভেবে- এক কবির বাসায় গেলাম কবিতা ছিনতাই করবো বলে। বেল বাজাতেই এক নারী এসে সহাস্যে দরোজা খুলে দাঁড়ালো সমুখে, কবিতা ছিনতাইয়ের কথা বেমালুম ভুলে গেলাম- এক অন্যরকম সুখে। পরিচয় জানিয়ে বললো, “আমি কবিতা”। আমি তার প্রশংসায় পঞ্চমুখ, আমি জানি সেই নারী এক কবির কবিতা, আমিও কবি হবো এতেই সুখ। কবিতা ছিনতাই আর কিছুতেই হলোনা, মন ছিনতাই হয়ে গেল নিজেরই অজান্তে, রাতদিন তাই, চোখে ঘুম নাই- হঠাৎ একদিন দেখি সেই কবিতাই আমার দ্বারপ্রান্তে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।