আমাদের কথা খুঁজে নিন

   

ছিনতাই

ফাজলামৗ ও বিটলামি, খোঁচা এবং গুতা,

বেসিক্যালি আমরা প্রায় সবাই ই, মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত অহরহ ছিনতাইকারির নিশানা হয়, তারপর পোপাট! কিন্তু যদি মনত্রৗ-এমপি দের ফুলের টুকা দাওনের ও কইলজা নাই হালাদের। কিন্তু যখন এরলাহান একখান জব্বর নিউজ পাই, তখন দিল ডা বড়ই শান্তি পায়। আর এই দিল গার্ডেন গার্ডেন মার্কা কামডা হইছে...আর কই, আমরিহায়! হইছে কার? আমগো খোকা ভাইয়ের কলিগ, নিউইয়র্কের মেয়র মাইকেল বুমবার্গের। (কোজআপহাসি) নিউইয়র্কের মেয়র মাইকেল রে মাইকেল বানানোর কামডা হইছে 18 তারিখে। ঐদিন মেয়রের অ্যাসিসটেন্ট মেয়রের নয়া, চকচকা লেঙ্াস লয়া যাইতেছিল।

এক মহিলা আইসা ভিা চায়। সরকারি, মতাবান হাত নাইরা মাফ করতে কয়। তখন গরৗবের রাজা রবিন হুড স্টাইলে এক পোলা আইস্যা শুরু করে তর্ক। অনেকটা "ভিা দিবি না ক্যান? এইডা আমগো অধিকার....রাইট"! এরইমধ্যে বেচারা এক রদ্দা খায়া পাটায়া পড়ে। ঐ ভিুক আর গরৗবের রাজা রবিন হুড গাড়িতে উইঠা স্টার্টদেয়।

ঘুষি খাওয়া বেচারা আবার ফাইট করে, কিন্তু এইডা হিন্দি সিনামা না, 62 বছরে কি আর তাকত থাকে? উলটা গাড়ি থেইকা বেচারা বাইরে ধপাস! এরপর পুলিশ তদন্তে নামে, গাড়িও পায়, কিন্তু ঐ ছিনতাইকারিদের কনো খুজ এখোনো পাওয়া যায় নাই। আহ! দেশি ছিনতাইকারিগুলান যদি এইরকম হইত? অন্তত: আমার ট্যাকা (372) ছিনতাই হইতো না! তথ্যসূত্র: রয়টার্স

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।