ঝড় এসেছে, ওরে, এবার ঝড়কে পেলেম সাথি॥ একটা সময় ছিল যখন কোমরে বাধা থাকত মোবাইল ফোন বিশাল গামা সাইজ এক একটা মাঝে সেটা শুরু হল ছোট হওয়া যত ছত ততো ভাব, এরপর আসল পাতলা হওয়া, তারপর হঠাৎ করেই আসল বিশাল পর্দার স্মার্ট ফোন যার জয় জয়কার চলছে বর্তমানে, সবার হাতে হাতেই স্মার্ট ফোন। আসেন আজ দেখি কে কে কোন টা দিয়া শুরু করছেন, আমার শুরু ছিল তোশিবার ট্রাইয়াম সেট দিয়ে তারপর কত গেল আর আসল.......... তোশিবার ট্রাইয়াম যেটার আবার আধা ডিসপ্লে ছিল না......... নিজের টাকায় কেনা প্রথম ফোন সেট দাম পরেছিল ৬০০ টাকা সময় কাল ২০০৪ (ওই সময়ে এই দামে এই সেট পাওয়া ছিল হাতে চাঁদ পাবার ) আহা অক্ষয় সেট এখান মটরলা, মেলা ছুডু ফোন মটরলা প্রথম ভাজ করা সেট (প্রথম চুরি হওয়া সেট ) আবার মটরলা (রাগের মাথায় আছাড় দিয়ে নষ্ট করা সেট ) কালারফুল নোকিয়া অল্প কিছুদিন ব্যবহার করা প্রথম স্মার্ট ফোন লেডিস সেট তারপরও ব্যবহার করেছি কেন......... আহা সেট ছিল একখান ব্যাক টু প্যাভিলিয়ন প্রথম চায়না সেট সিম্ফনি আবার চায়না অ্যান্ড্রয়েড তবে উন্নত মানের চায়না সেট........
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।