তুমি থাকো দুরে তবু এই হৃদয়ের অন্তপুরে মানুষের চাওয়া পাওয়া বড়ই আজব... যখন সে ছোট থাকে, সে বড় হতে চায়... আর যখন সে বড়, সে আবার ছোট হতে চায়... ... প্রথম জীবনে সময়,স্বাস্থ্য নষ্ট করে টাকার পিছনে ছোটে... আর জীবনের শেষভাগে এসে সেই টাকা দিয়েই আবার স্বাস্থ্য ভালো করার চেষ্টা করে কিন্তু সময় টা ফুরিয়েই গেছে... জীবনের প্রথম ভাগে বন্ধু, সময় থাকে কিন্তু টাকা থাকে না... জীবনের মধ্যম ভাগে টাকা, বন্ধু থাকে... সময় থাকে না... জীবনের শেষ ভাগে সময়, টাকা দুটোই থাকে, বন্ধু থাকে না... এভাবেই মানুষের জীবন কেটে জাচ্ছে............
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।