আমি একজন সাংবাদিক পিবিসি নিউজঃ পিবিসি২৪ : মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের শর্ত সাপেক্ষে জামিনের আবেদন খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল। বৃহষ্পতিবার সকালে ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল তার পক্ষে করা জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি জামিন আবেদনের শুনানি হয়। এর আগে শারীরিক অসুস্থতার কথা তুলে ধরে গোলাম আযমের পক্ষে পুনরায় জামিন চেয়ে গত ১৫ ফেব্রুয়ারি আবেদন করলে উভয় পক্ষের শুনানি শেষে আজ আদেশ দেওয়ার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। জামিন আবেদনের শুনানির সময় গোলাম আযমের জামিনের পক্ষে অনেকগুলো যুক্তি তুলে ধরেন ব্যারিস্টার আবদুর রাজ্জাক। রাষ্ট্রপক্ষে কথা বলেন প্রধান আইনজীবী গোলাম আরিফ টিপু ও সৈয়দ হায়দার আলী। উভয় পক্ষের শুনানি শেষে আজ আদেশের দিন নির্ধারণকালে তিন সদস্যের ট্রাইব্যুনালের বিচারপতি একেএম জহির বলেন, শুনানিতে জামিনের জন্য অনেক বিষয় আসায় সময় নিতে হচ্ছে। এর আগে গত ১১ জানুয়ারি ট্রাইব্যুনালে জামিনের আবেদন করেছিলেন জামায়াতের সাবেক আমির গোলাম আযম, তবে ট্রাইব্যুনাল সে আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।