যাহা দিলে বাড়ে কিন্তু কমেনা, তা হল জ্ঞান। ১৩৫৮ সালের ৮ই ফাল্গুন বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিল- সালাম, জব্বার, রফিক, বরকত সহ আরো অনেক ভাষাসৈনিক। কিন্তু আমরা আজ কি তাদের স্মরণ করছি, না কি তাদের এই মহান ত্যাগকে অবমাননা করছি? যে বাংলা ভাষার জন্য বুকের তাজা রক্ত দিয়ে বাংলার বুকে বাংলাকে প্রতিষ্ঠিত করে গিয়েছেন আজ আমরা সেই বাংলার পরিবর্তে ইংরেজিকে প্রাধান্য দিয়ে আসছি। ২০১২ইং সালের ২১শেফেব্রুয়ারী তো বাংলা ৮ই ফাল্গুন ছিলনা। তা হলে আমরা কোন দিবস পালন করলাম।
আমরা যদি সেই ভাষা শহীদদের স্মরণে ৮ই ফাল্গুন পালন করতাম তা হলে সেটা হত ইংরেজি ২০ই ফেব্রুয়ারী। যে জন্য ইংরেজি ভাষার গুরুত্ব এখানে সু-স্পষ্ট। ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস। যার কারণে ইংরেজি তারিখটা আমাদেরকে বলতে হবে। তাই বলে কি যে বাংলার জন্য আমরা জীবন দিয়েছিলাম সেই তারিখটাও ভুলে যেতে হবে।
এটা কেন হল আমার বোধগম্য নয়। আমার সাথে যাদের এ বিষয়ে আলাপ হয়েছে তাদের কেউই এ বিষয়ে সৎউত্তর দিতে পারেন নি। আমাদের নতুন প্রজন্মকে আমরা আজ এই প্রশ্নের উত্তর দিতে পারিনা। তাদের প্রশ্নের উত্তরে আমরা আজ কোন উত্তর খুঁজে পাচ্ছি না। আমি একজন প্রাইভেট স্কুলের শিক্ষক।
সেখানে আলোচনা সভায় আমাকে বক্তব্য রাখতে হয়। আমার আলোচনা শুনে এক ছাত্রী আমাকে প্রশ্ন করল আমরা বাংলা ভাষার জন্য যুদ্ধ করেছি। জীবন দিয়েছি। আপনি বললেন- "১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারী (১৩৫৮ সালের ৮ই ফাল্গুন) বাংলা ভাষার জন্য জীবন দিয়েছে সালাম, বরকত, রফিক, জববার সহ আরো অনেকে" কিন্তু আজতো ৮ই ফাল্গুন নয়। আজ ৯ই ফাল্গুন।
তা হলে আমরা আজ কোন দিবস পালন করছি? প্রশ্নটা আমার আগথেকেই জানা ছিল। কিন্তু এর কোন উত্তর জানা না থাকায় সঠিক উত্তর দিতে পারি নাই। আমরা কি আসলে বাংলা ভাষা দিবস পালন করি, না কি বাংলা ভাষার অবমাননা করি?
এই বিষয়ে আমি আমার এক বন্ধুর নিজস্ব স্মাইল ড্রিম নামক সাইটে অনেকগুলো বেনার দিয়েছি ৯ই ফাল্গুনই হোক আমাদের গৌরবের দিন। কথাগুলো আমি ইচ্ছা করে এভাবে দিয়েছিলাম যাতে করে এর সমালোচনার সাথে সঠিক উত্তরটা বেরিয়ে আসে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।