আমাদের কথা খুঁজে নিন

   

২১শে ফেব্রুয়ারি না, ৮ই ফাল্গুন চাই !

মানুষ সব পারে কিন্তু একজন মানুষ সব পারেনা । বাংলা আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃত প্রাপ্ত হয়েছে। তবে যে ভাষার জন্য আমাদের দামাল ছেলেরা এতো আত্মত্যাগ স্বীকার করলো। সে ভাষার দিবসটিকে আমরা মর্যাদা দিয়েছি অন্য একটি ভাষার তারিখে। ৮ই ফাল্গুনের পরিবর্তে ২১শে ফেব্রুয়ারি পালন করছি ।

২১ ফেব্রুয়ারিকে প্রাধান্য দিতে গিয়ে ম্লান হয়েছে ৮ ফাল্গুন । অথচ ওই তারিখটা প্রাধান্য পেলে বিশ্বদরবারে আমাদের বাংলা ভাষা আন্দোলনের বীরত্বগাথা যেভাবে মর্যাদা রয়েছে ঠিক বীর বাঙালির বাংলা তারিখও হতে পারত সুপ্রতিষ্ঠিত, উন্মেষ ঘটত বাংলা প্রীতির, শুভ সূচনা হতো নবদিগন্তের । যদিও বিভিন্ন গানের ভেতর দিয়ে ৮ ফাল্গুনের প্রাধান্য বিস্তারে নিয়োজিত হয়েছিলেন কবি-গীতিকারদের কেউ কেউ। প্রবীণ গীতিকবি আনিসুল হক চৌধুরী লিখেছিলেন, ‘হায়রে আমার প্রিয় বাংলা ভাষার তারিখ আটই ফাল্গুন, আজো দেখি চোখে তোমার বুকে ঝরে রক্তের লাল খুন…..। আবু হেনা মোস্তফা কামালের গানে, ‘আজে ফাল্গুনে শুনি সেই গান, কাঁপে একতারা বাউলের প্রাণ, উদাস ভ্রমণ শোনায় সে সুর আমের মঞ্জুরিকে লাল পলাশের পল্লব দিল নতুন কবিতা লিখে’- কিংবা আব্দুল লতিফের গীতিকাব্যে পাওয়া যায়, আইলে ফাল্গুন দুঃখের আগুন আমার বুকে জ্বলেরে, কান্দিলে নেভে না আগুন দুই নয়নের জ্বলেরে ……।

এ দেশে জাতীয় গুরুত্বপূর্ণ দিনগুলো ইংরেজীতে ব্যবহার করা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে । এ টি একটি প্রচলিত ধারা । কিন্তু অন্যান্য দিনগুলো ইংরেজীতে ব্যবহার করা হলেও বাংলা ভাষা আন্দোলনের দিনটিকে ইংরেজী তারিখ অনুযায়ি ব্যবহার করাটা আসলেই ঠিক নয় । আর সে কারণেই এটি বাংলায় ৮ই ফাল্গুন হওয়া উচিত ছিল । যেহেতু ঐ দিনে অনেককে ভাষার জন্যে প্রাণ দিতে হয়েছিল সে হিসেবে দিনটিকে ইংরেজীতে উদযাপন করায় ভাষা শহীদের প্রতি এক ধরনের অপমান বলে মনে করছি ! ৮ই ফাল্গুন চাই, ২১শে ফেব্রুয়ারি না !  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।