চুপচাপ দেখে দেখেই পার করি সময় ""আরো একটি সংগ্রাম, আরও একটি বিজয়গাঁথা। আজ আমাদের শহীদ দিবস, ভাষা দিবস..... আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। "" এইসব জ্ঞানী কথা আমি বলতে পারুমনা। আমার কথা আমি আমার ভাষায় কই। এইডাই হইল কথা।
আমার একডা ছোড মামাতো ভাই আসে। আইজকা আমারে কয় "" ভাইয়া, আজকে ফুল দিতে যাব"" আমি গাল টিপে দিয়ে জিগাইলাম " কালকে কি তোমাদের???"" তারপর যা কইল, শুইনা মাথায় ঠাডা পড়ল। ""
International Mother Language Day""। হায়রে ইংলিশ মিডিয়াম পোলাপান। আর হায়রে শিক্ষক।
আমরা কি তাহলে আরেকটা অর্ধশিক্ষিত জাতি পাচ্ছি?????????????
ভাষা শহীদদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা, ভালবাসা ও সালাম। আমরা তোমাদের ঋণ হয়তো শোধ করতে পারলামনা। তোমাদের সম্মানও হয়তো রাখতে পারলামনা। আমরা তোমাদের সারাজীবন স্মরণ করব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।