আমাদের কথা খুঁজে নিন

   

২১শে’র কবিতা’র খোঁজে



আমাকে দয়া করে কেউ একটা ব্যাপারে সাহায্য করুন তো। আমার কিছু কবিতার অডিও ফাইল লাগবে। অনেক চেষ্টা করলাম কোথাও পেলামনা। কোন সাইট-ই খুঁজে পাচ্ছিনা। যেসব পাচ্ছি সেসব দেখা যাচ্ছে রেকর্ড করা আলতু ফালতু ভাবে আবৃতি করা।

শিমুল মুস্তাফা কিবাং অন্য কোন আবৃতিকারকের অডিও ফাইল আমার দরকার। কই পাবো বলেন তো??? আমার নেটের গতিও খুব শোচনীয়। যদি কেউ সাহায্য করতেন।

আমার এই কবিতাগুলো লাগবে।

১. তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা - শামসুর রাহমান
২. স্বাধীনতা তুমি - শামসুর রাহমান
৩. মাগো ওরা বলে- আবু জাফর ওবায়দুল্লাহ্
৪. শহীদ স্বরণে - মোহাম্মদ মনিরুজ্জামান
৫. স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হল! - নির্মলেন্দু গুন।



অন্য কবিতা পান আর না পান উপরের ১ আর ৩ নং কবিতা যদি কেউ দিতে পারেন তো আমি কৃতজ্ঞ থাকবো। যদি নিজেদের কালেকশনে থাকে আর নেট স্পীড ভালো হয় দয়া করে ড্রপবক্সে বা ভালো কোন ফাইল শেয়ারিং সাইটে যদি আপলোড করে দেন তো আমি পেতে পারবো।

আগামীকাল সকালের আগে কেউ দিতে পারলে আমি খুবই খুশি হবো। ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।