ভারতের টাটা মোটরস এবার তাদের সস্তা দামের ন্যানো গাড়ি বাংলাদেশের বাজারে রপ্তানি করতে যাচ্ছে। আগামী বছরের গোড়ার দিকে তারা বাংলাদেশে গাড়িটি রপ্তানি শুরু করবে।
বাংলাদেশের বাজারে স্থানীয় মুদ্রায় এই গাড়ির দাম পড়বে প্রায় পাঁচ লাখ টাকা (তিন লাখ ভারতীয় রুপি বা ছয় হাজার ৯৮ মার্কিন ডলার)। তবে সরকারের আরোপিত শুল্কহারের কারণে গাড়িটির দামে তারতম্য হতে পারে।
বাংলাদেশে টাটা মোটরসের পরিবেশক নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ গত সোমবার এ তথ্য জানান।
খবর রয়টার্সের।
মাতলুব আহমাদ জানান, প্রাথমিকভাবে তাঁরা দুই হাজার ন্যানো গাড়ি আমদানির পরিকল্পনা করছেন। তবে চাহিদা বাড়লে আমদানি বাড়ানোর পাশাপাশি দেশে আগামী বছরের শেষের দিকে ন্যানো গাড়ি অ্যাসেম্বলিং বা সংযোজন ইউনিট স্থাপনেও তাঁরা আগ্রহী বলে তিনি উল্লেখ করেন।
ন্যানো হচ্ছে বিশ্বের সবচেয়ে কম দামি ও ছোট গাড়িগুলোর একটি।
বাংলাদেশে সাধারণত জাপানে ব্যবহূত বা রিকন্ডিশন্ড গাড়িই উচ্চমানের সুবাদে সবচেয়ে বেশি জনপ্রিয়।
তবে জাপানের এসব গাড়ির দাম বেশি।
এর আগে অ্যাম্বাসেডর ট্যাক্সিক্যাব ছাড়া ভারতের এ ধরনের আর কোনো গাড়ি বাংলাদেশে রপ্তানির সুযোগ হয়নি।
গত বছরের অক্টোবর থেকে বাংলাদেশে ন্যানো গাড়ি বাজারজাতকরণের কথা থাকলেও দামের ইস্যুতে তা বিলম্বিত হয়।
মাতলুব আহমাদ আশা প্রকাশ করেন, কয়েক বছরের মধ্যে বাংলাদেশে ১০ হাজারের মতো ন্যানো গাড়ি বিক্রি হবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।