পাগলা ছেলের... আউলা ব্লগ... যা বুঝি তাই লিখি... মাথা কম ঘামাই
এই মাসেও করলাম ৩৪ গত মাসেও সেইম।
পুস্টের সংখ্যা। দেখতে দেখতে বন্ধ শেষ। কিচ্চু করার নাই ভাই। কলেজ লাইফ শুরু করতে যাইতাছি ১ তারিখ থেইক্কা।
সব্বাই দোয়া কইরেন। নেট আর তেমন একটা আসা হবে না হয়তো। বান্দরামি সব বন্ধ হবে। কারণ এখন পড়াশুনা প্রচুর তার পড়তেও হবে অনেক। তাই আপনাদের সাথে যোগাযোগ তেমন একটা থাকবে না।
পুস্ট করা হবে না নিয়মিত। তারপরেও সপ্তাহে একটা মৌলিক পুস্ট দিবো, আশা করি। কিন্তুক ব্লগের বর্তমান পরিস্থিতিতে আসলে ভালো পুস্ট কারো চোখে পড়ে না। সবাই ব্লগের রাজনীতি বিষয়ক পুস্ট চায়, এই হইলো সমস্যা। এই ব্লগটা জনপ্রিয়তা হারাচ্ছে।
সত্যিই দুঃখজনক।
যাই হোক। আপনারা রাজাকার বন্ধ করার চেষ্টা নিরন্তর চালিয়ে যান। আমিও আছি আপনাদের সাথে।
আমার জন্য দোয়া করবেন যেন পড়াশুনার পাশাপাশি টাংকি মারতে পারি আর নেট এ বসতে পারি।
খোদা হাফেয।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।