জীবন কিন্তু একটাই তার(আমার প্রেমিকার) সাথে দেখা হলে আমি মাঝেমধ্যে আমার অমুক বন্ধুদের সাথে সাক্ষাত করিয়ে দেবার কথা বলি,সে বলে তার লজ্জা লাগে এবং একেবারেই রাজী হতে চায় না,বিষয়টা আমি এক পর্যায়ে মজা হিসেবে করা শুরু করলাম।একবার অবশ্য আকস্মিক ভাবে আমার বন্ধু নয়ন,রাফি,আসিব ,সৌরভ আর সজীবের সাথে দেখা হয়ে যায়...এরপর মজাটা আরো বৃদ্ধি পায়,কারণ সে ধরে নেয় যে কোন সময় হয়ত এভাবে দেখা হয়ে যেতে পারে। অনেকদিন পর,আমরা শাহবাগ এর পাবলিক লাইব্রেরীতে বসে আছি,পোস্টারে "আমার বন্ধু রাশেদ"-দেখানো হবে অমুক সময়ে।বইটা আগেই পড়েছিলাম,সিনেমাটা দেখার ইচ্ছে ছিলনা।তবু প্রেমিকার সাথে থাকলে সবই মহার্ঘ্য মনে হয়,তাই ভাবলাম দেখে ফেলি।তাকে বললাম "আমার বন্ধু রাশেদ দেখবা? " আমাকে অবাক করে দিয়ে সে জোরে জোরে মাথা নেড়ে "না,না,না" করতে লাগল,আমি ভাবলাম সিনেমা না দেখে হয়ত এভাবেই বসে থাকতে ভাল লাগছে তার,কিন্ত এভাবে "না না" করার কারণ কি?পরক্ষণেই আমি টের পেলাম কারণ আমি নিজেই,সে ভেবেছে অন্যদিনের মত আমি মজা করছি বা আসলেই অমুক নামের কারো সাথে সাক্ষাত করিয়ে দেব।অতঃপর ব্যাপারটা বুঝতে পেরে দুজনে মিলে হাসলাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।