!!!
'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি' অথবা 'ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়' এর মতো কালজয়ী ভাষার গান পাঠক-শ্রোতার উদ্দেশ্যে নিবেদন করলাম। উল্লেখযোগ্য গান হচ্ছে শবনম মুশতারির 'আমার ভাইয়ের রক্তে রাঙানো' গানটি। শিল্পী বেশ কয়েকটি ভাষায় এই গানটি গেয়েছেন-যা পুরো মাত্রায় আন্তর্জাতিকতাকে ধারণ করতে পেরেছে। ভাষার মাসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা আর মাতৃভাষার প্রতি ভালোবাসা।
০১. আবার এসেছে অমর একুশে-সাবিনা ইয়াসমিন
০২. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি-শবনম মুশতারি
০৩. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি-কোরাস
০৪. আমায় গেঁথে দাওনা মাগো-রুনা লায়লা
০৫. বরকত সালামের শোণিতে-ফেরদৌস আরা
০৬. বলো সবাই বলো-রাশিদা খান বানু
০৭. বর্ণমালা-সামিনা চৌধুরী
০৮. একুশে জন্ম একুশে আশা-সাবিনা ইয়াসমিন ও কবির সুমন
০৯. ক খ গ ঘ-আবিদা সুলতানা
১০. কে বলে সালাম নেই-খালিদ হাসান মিলু
১১. কোন কথা বলো না-শাহনাজ রহমতউল্লাহ
১২. মোদের গরব মোদের আশা-কোরাস
১৩. ও আমার এই বাংলা ভাষা-সাবিনা ইয়াসমিন
১৪. ও আমার মায়ের মুখের মধুর ভাষা-আব্দুল লতিফ
১৫. ওরা আমার মুখের কথা-কোরাস
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।