সব পাখি নীরে ফিরে
ফিরেনা শুধু আমার ভাই।
পলাশ রাঙা, লজ্জা রাঙা
মায়ের বদন হইল ছাই।
শকুনেরা এখনো হাল ছাড়ে নাই, বাংলা মায়ের কূলে,
কত শত ভাই সালাম রফিক অকারনে পড়ছে ঢলে।
মুছেনি আজো মেহেদীর দাগ
হাতের কাকণ ভাঙ্গল যার,
যে ত্যাগিল জীবন সম্পদ
আশা কি কভু পুরিবে তার?
আজ়ো বাতাসে লাশের গন্ধ টুকরো টুকরো হয়ে পরে থাকে পথের ধারে,
ইয়াসমিনেরা মরে নিরাপদ হেফাজতে সখিনারা কাঁদে গহীন অন্ধকারে!
মান্দার গাছে একটি পাতাও নাই,
কৃষ্ণচূড়া লজ্জায় রাঙা তাই।
মান্দার কাঁটা বুকে নিয়ে কাঁদে মায়,
হূংকারি উঠে সোনার বাংলা চাই।
মাগো আমরা চৌদ্দকোটি বাঙালী, পথহারা তবু আছি পথের দিশায়
মানুষ হব এই করিনু পণ, হ্রদয়ে মোদের তিতুমীর,ফরহাদ, ঈসা।
দিকে দিকে জ্বলে জগদীশ,সত্যেনবোস, আসে ইউনুস আব্দুল্লাহ আবু সাঈয়িদ,
সাবরিনা আশরাফুল, মাশরাফি, শকিবুল-আসিফ।
কর্মমুখী শিক্ষা আর ঊর্ধমুখী স্বপ্ন নিয়ে আগাব
সন্তান যদি তব সোনার বাংলা গরবই।
চোখে যা দেখা যায় তাকে বলি চাক্ষু্ষ,
অন্তরে যা দেখি বলি বিঙ্গতা তবু মা
ভয় নেই-----------
শপথ আজি কোটি সন্তানের,
ছিন্ন ভিন্ন করব শকুনদের।
যাহারা আনে ত্রাস, কেড়েছে মুখের গ্রাস,
শহীদের আত্বদানকে করছে উপহাস ।
যাহারা ভেংগেছে বোনের কাকন
সখীনাদের স্বপ্ন করেছে খান খান,
পতিতা করেছে আমার মাতৃভুমি।
মহীয়সী, তাদের ক্ষমা করতে পার তুমি,
ক্ষম মা, তোমার ছেলে হয়েছি ধন্য,
দিনে রাতে যাহারা তোমারে করেছে পণ্য,
ক্ষমা নেই তাদের, বিনয় বহুদুর।
বাজিয়া উঠেছে বেদনার সাতসুর।
আজই শত ক্ষত, লাঞ্ছিত অনাহু্ত,
তোমারি চরনে দিয়াছে মালতী লাখ কোটি ভাগ্যাহত।
মাগো মোরা বাঙ্গালী যদি মানুষ হই,
পূন্যভুমিতে থাকবে না আর কোন শকুনির ঠাই।
জয় অমর একুশের জয়। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।