আমাদের কথা খুঁজে নিন

   

একুশের রং

এক সময় বই ছিল আমার নিত্য সঙ্গী , অনেক রাত জেগে বালিশ নিয়ে উপুর হয়ে বই পড়তে পড়তে বুক ব্যাথা হয়ে যেত । পড়া শেষ হতো না । আজো বইয়ের কথা মনে হলে আমার বুকে ব্যাথা হয়, তাদের মলাটে ধুলোর আস্তর জমেছে বলে । বইয়ের পোকা থেকে এখন আমি ইন্টারনেটের পোকা ।

একুশ এলে বেহুশ মেলে বাংলা ভাষার তরে, একুশ গেলে সকল ভুলে সবাই ফেরে ঘরে । একুশ মেলায় ভাষার খেলায় রসনা হয় ভোতা, লোকের ভীরে শোকের নীরে ভাসেন হাজার শ্রোতা । একুশ এলে হট্ট গোলে প্রেমিক সাজেন সবে, ভাষার তরে জীবন টারে বিলিয়ে দেবে ভবে । একুশ প্রেমে গোসল ঘেমে সবাই ভিজে চুবচুবে, একুশ শেষে আসল বেশে বাংলাভাষী চুপ সবে । একুশ গেলে মুছে ফেলে বাংলা ভাষার রং, নকল প্রেমে জবর জমে একুশের রং ঢং ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।