আর ভালা লাগে না, ইসটুডেন থাকতে কত সুখে আছিলাম!! গত বার বছরে এইচএসসির সিলেবাস কয় হাজারগুণ বাড়াইছে? পাঠ্যবইয়ে ২০০৯-এর থিওরি ঢুকায়া দিছে? দাদার আমলের কথা কয়া আজাইরা প্যাঁচাল পারুম না, দুইদিন বন্ধ কম মনে হয়, সারা বছর কি ফালাইছে এই আন্দোলন করতে যাওয়া পুলাপানগুলা? আরেকজনে পুস্ট দিছে, ভাষা কি দেহেন.. এই রুটিন সংশোধন না হলে, আন্দোলনের ঝড় উঠবে!সরকার এবং শিক্ষাবোর্ডসহ সকলেই খুব ভালো করে জানে,এই তরুণ সমাজ কতটা হিংস্র আর ভয়ংকর হতে পারে!! খামোখা এই কোমলমতি শিক্ষার্থীদের রাজনীতি বা অন্দোলনের পথে ঠেলে দেবেন না! এর ফল ভালো হবেনা নিশ্চিত! এগুলা পাস দিলেও কি হইব? ইন্টার পাস দেয় নাই, এখনই আন্দোলনের রাস্তা শুরু করছে, মানববন্ধন মারানি শুরু করছে। সারা বছর মুপাইল গুতাইবা, পরীক্ষা আসলে রুটিন খারাপ, বন্ধ কম......এখনই শুরু করছে, এগুলারে দিয়া কি হইব??
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।