আমাদের কথা খুঁজে নিন

   

মেজাজটা এক্কেবারে বিলা হইয়া গেল,

এতটুকু বুঝি জীবনের কাছে আবেগ নস্যি।

আরে বলেন দেহি রাশির সাথে পরিবেশের এ রকম অমিল হইলে কেমন লাগে? ১। সক্কাল বেলায় ঘুম থেকে উইঠাই জুরুরী কাজে একটু বের হলাম, বাসা থেকে ২৫ টাকা রিক্সা ভাড়া কইরা গেলাম। কিন্তু রিক্সা থেকে নাইমা দেখলাম পকেটে মানিব্যাগ নাই, চিন্তা কইরা দেখলাম ড্রয়ার থেকে মানিব্যাগ পকেট পর্যন্ত নেওয়া হয় নাই। বাসায় মানিব্যাগ রাইখা রিস্কা কইরা যাওয়া অতঃপর ভাড়া দিতে কাঁচুমাছু করার ফল সরুপ রিস্কাওয়ালা দাদার তীক্ষচক্ষূ নিক্ষিপ্তরত দাঁতকেলানী ঝাড়ি খাওয়া।

পরে ঐ রিস্কা নিয়াই বাসায় ফিরলাম, জরুরী কাজ আর হলো না। ২। গোসল করতে গিয়ে ট্যাপ ঘুরিয়ে দেখি ঝর্নায় পানি নাই কি আর করা, ড্রামের জমানো পানি দিয়ে গোসল সারলাম। কিন্তু জামাকাপড় পরিধান করে ড্রামের পানি দিয়ে ওজু করতেছি এমন সময় ঝর্না দিয়ে পানি বের হয়ে আমাকে কাক ভেজা গোসল করিয়ে দিল। তখন রাগে মনে হইতেছিল ঝর্নাটা খুইলা টোকাই ডেকে দিয়ে দেই।

৩। ফটোশপে একটা ফটো প্রায় ১ঘন্টা যাবৎ গুতোগুতি কইরা প্রায় ঠিক করলাম(যে রকম টা...আমার দরকার)....ঠিক ঐ সময় কারেন্ট নামক শক্তিটি আমার এখান থেকে চলিয়া গেল। কিন্তু মেজাজ বিলা হইয়া গেল এই কারনে যে, কারেন্টের সাথে সাথে আমার ৩বছর পুরোনো UPS খানারও ধম বন্ধ হইয়া গেল, । ফটোশপ কর্মখানা সংরক্ষন করার সময়ও পাইলাম না, ফল সরুপ আমার এক ঘন্টার ফটোশপ মিশন ব্যর্থ। এখন বিলা মেজাজ নিয়াই সামুতে লগইন হইলাম!! বলেন দেহি আপনারা কেমুন আছুইন?????????


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.