- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -
শালার দুনিয়া! কারো কখনো উপকার করতে নাই। !
তুমি আমার বন্ধু নও। এসব শব্দাবলী শুধু খুব ঘনিষ্ট বন্ধুদের মুখে শুনেই আমি অভ্যস্ত। কিন্তু সবার সামনে তোমাকে হেয় করলাম না। নিজের ভেতরেই রেখে দিলাম।
তুমি বলি বললেই তো বন্ধুত্ব হয় না। তোমার কথা শুনে আমার জানা সব খারাপ কথা তোমার উপর উদগীরণ করিতে খুউব ইচ্ছা করতাছে। কিছুই বলিলাম না; সহ্য করিলাম। তবে পরবতর্ী দিন হইতে পুরোনো আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। ...
মেজাজটা আসলেই চরম খারাপ হইয়া আছে।
কিছু একটা করতে ইচ্ছে করছে।
কথাগুলো বেশ অগোছালো। । ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।