* আমি খুজে বেড়াই নিজেকে *
একি হলোরে, শীলা......................।
অফিস থেকে তাড়াতাড়ি ফিরলাম। এটিএন ইভেন্টস, ডেস্টিনি বিগশো দেখবো বলে। আমার এক আত্মীয়ের বাসায় যাওয়াও ক্যান্সেল করলাম। শীলা মিস হয়া যাবে এ জন্য।
সেই সন্ধ্যা থেকে অপেক্ষা, শীলা আসিবে। সময় রাত সাড়ে দশটা। শীলার আগমনী ঘোষনা করিলো কোন এক মুটকী। যাক সেটা বাদ দিলাম, শুধু শীলার জন্য। ফ্যাল অফ করে দিলাম শীলার শব্দ কম শোনা যাবে এজন্য।
লাইট অফ করে দিলাম কালারে কোন প্রবলেম হয় কিনা। ছোখ ডলে নিলাম যদি চোখের পলক পড়ে, তাতে কোন মুহুর্ত যদি মস হয়ে যায়। তার আগে এ্যারোসল স্প্রে করলাম মশা ডিস্টার্ব করবে এজন্য। চোখ বড় বড় করে তাকিয়ে আছি, শীলা আসিতেছে। তার আগে সহশিল্পিরা আসলো বিরক্ত হই।
শীলা আসিলো অবশেষে। হায় এ কোন শীলা। সাদা পোষাকে আবৃত শীলা। নড়েচড়ে উঠে, কিন্তু সেই মুভমেন্ট কই। ভাবছিলাম দেখিব ছোট পোষাকে কিছু আবৃত সেই মোহনীয় দেহ, শাকিরা স্টাইলে হিপের দুলুনি, তৃষ্নার্ত চোখের কামার্ত চাহনি, নিজেকে স্থির রাখিব ভাবিয়া ছিলাম।
কই শীলা আসিল আমার আশা পুরন হয়নি তাও বসে ছিলাম স্টেজে নিজেকে অনাবৃ... ত করে আগুন ধরিয়ে দিবে হয়ত। কিন্ত মেজাজটাই গরম হয়ে গেলো টার কিছুই হয় নি। শীলা আমার এত বড় ক্ষতি কেমনে করত পারিল।
শীলা ও শীলা
তুমি একি করিলা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।