আমাদের কথা খুঁজে নিন

   

মেজাজটা চরম বিলা হইয়া আছে

কোথাও যদি হারিয়ে আমি যাইগো কোন দিন , যেও ভুলে , আমায় যেও ভুলে

এই গরমে আর নানা রকম অনুকরণে মেজাজ খুব খারাপ। তাই মেজাজ খারাপের পোস্ট(মর্টেম)। ঘটনার শুরু গতকাল দুপুর থিকা । মঙ্গল বার যেতে হবে কস্তুরায়(থানায়),তাই ম্যানেজারকে বললাম বিকালে যেহেতু আমাকে থানায় যেতে হবে তাই আমি সারাদিনের জন্য ছুটি নিতে চাচ্ছি। শাার ম্যানেজার বলে কিনা বিকালের কাজ বিকালে ছুটি পাবে।

সারাদিন তোমার যে কাজ জমবে তা কিভাবে আমি ম্যানেজ করবো। শাা ম্যানেজ না করতে পারলে ম্যানেজার হইছো কেন। বলতে গিয়েও বলতে পারিনাই। মঙ্গল বার ওর পরিক্ষার রেজাল্ট একটু সময় দিতে চেয়েছিলাম ফোনে ফোনে পারবোনা। শুরু হইলো মেজাজ বিলা।

১টারদিকে বাসায় এসে রাজ্যের কাজ শেষ করে ্যখন একটু আরাম করবো ভাইয়া বলে দুপুর বেলা বাজার করে দিয়ে সে বিকালে ঘুরতে ্যাবে। ্যা শাা কিছু কইতে পারলাম না ভাইরে মেজাজ পুরা পাংখা। গরমে গাড়ির ভেতরে মনে হয় জেল খানা আর মার্কেটে ঢুকলে শরীর কামড়ায়। বাজার শেষে বাসায় ফিরে দেখি খালাখালু এসেছে দেশে কথা বলবে নেটে । কি জালা।

আমার কথা ছিল বন্ধুর সাথে লংড্রাইভে ্যাব বিকালে মেজাজ ঠিক নাই তাই মানা করলাম ওরে ্যাবো না। ৭টারদিকে খালাখালু বিদায় দিয়ে চেষ্টা করলাম ওনার সাথে কথা বলার( বন্ধুর সাথে বের হবো তাই ওকে বলেছিলাম চাদরাতে ফোন করবানা[শনিবার ওনার কাছে চাদ রাত আর রবিবার ঈদের দিন]) কিন্তু চাদ রাতে কথা হবেনা এই কষ্টে ফোন বন্ধ রেখেছে। কি আর করব অনেক ক্ষণ সাইকেল চালাম পড়ন্ত বিকালে মেজাজ অনেকটা ঠান্ডা মনে হতে লাগল। আবার ফোন দিলাম ওনাকে। ্যেহেতু আমি বলেছি ফোন করবান তাহলে কেন ফোন করলাম? সে এখন গল্পের বই নিয়ে ব্যাস্ত সো কথা বলা ্যাবে না।

(এখনো তারে ফোন দেই নাই দিলে ঝগড়া নির্ঘাত) মেজাজ ফরটিনাইন করে এলাম বাসায়, কি আর করুম বলগাই। শাার ভাইয়া বাইরে থিকা আইসা পিসিতে ছবি দেখবার নাকছে। ছবি শেষ না কইরা উঠবনা। গেলাম টিভি দেখতে নাহ কোন ভালো কিছু নাই টিভিতে । তারপর রাত এগারোটা দিকে আসলাম বিছানার কাছে নিজেরে বিলিয়ে দিতে সব মরা আজকাই মরছে।

দেখি বিছানা আমার ভিজা মাঝখান দিয়া। হইছে কামাই বাজারে ্যাওয়ার আগে ইস্ত্রীটা ফালায়া রাখছিলাম । বিছনার এককোণায় মুরগীর মতো ঘুমদিবার চেস্টা করলাম না হ ঘুম আসেনা। আসলাম কম্পুতে ছবি দেখি মাগার নেটে অবস্থা করুন একটা ছবিও চলেনা থামে আর চলে ঘন্টা খানেক নাকট ফাটক দেইখা শুইয়া পড়লাম কিন্তু ঘুম আইলো ভোর ১০টার দিকে । সাড়ে দশটায় ভাইয়া নাস্তা খাওয়ার জন্য ঘুম টারে খাইলো....।

এরপরও আরো অনেক কিছু ঘটতাছে মেজাজ বিলা হবার মতো না জানি আজ কি হয়.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.