বস হঠাৎ করে একটি পেন ড্রাইভ দিয়ে বললেন কিছু ছবিupload করতে হবে আর কিছু download করতে হবে।
ok
পেন ড্রাইভ পিসিতে কানেকশন মাত্রই "infected virus............" এ টাইপের message দিয়ে পিসি autorestart নিয়ে নিল। তারপর থেকেই যতসব সমস্যা শুরু।
start menu এতে run option নেই, এছাড়াও network পিসি হওয়ায় internet কানেকশন পাচ্ছেনা। আরো অনেক সমস্যা।
anti virus software চলছেনা ইত্যাদি।
মনে করলাম restore করি তাও হচ্ছেনা।
কেমন লাগে বলুন !! বস বলে কিছু বলতেও পারছিনা আবার খারাপও লাগছে।
কালকে সকালে এসেই IT - তে দিতে হবে সারতে সারতে সারা দিন, বিকেলে পিসি পেলেও পেতে পারি।
সারাদিন পর সন্ধ্যায় ব্লগে ঢুকি আজকে তাও পারলামনা।
পুরোটা দিনই মাটি গেল, মেজাজটা বড্ড খারাপ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।