আমার চোখে ঠোটে গালে তুমি লেগে আছো !! বিশ্বাস (পর্ব ০১)
দুইদিন হয়ে গেছে মিতুর সাথে কথা বলি না এই দুইদিনে আমার পুরো পৃথিবীটাই এলোমেলো হয়ে গেছে ।
প্রতিদিন সকালে মিতুর ফোনে আমার ঘুম ভাঙ্গত । প্রতিদিন সকাল বেলা ও ফোন দিয়ে বলত গুড মর্নিং । আমি বরাবরই আলসে ছিলাম । সকালে উঠতে চাইতাম না ।
ওর জ্বালাতনে একটু ঘুমুবার উপায় ছিল না । না উঠে যে মিথ্যা কথা বলব তারও উপায় ছিল না । মিতু ঠিকই ধরে ফেলত ।
এতো কিছু বুঝতো আমার মনটা ও একবারের জন্যও বুঝল না ।
আজকে ফোন করে উঠতে বলার কেউ নাই ।
তবুও কেন জানি শুয়ে থাকতে ইচ্ছা করছিল না কিছুতেই । খানিকক্ষন এপাশ ওপাশ করে উঠে পড়লাম ।
ক্লাসের এখনও দেরি আছে তবুও ক্যাম্পাসের দিকে রওনা দিলাম । বহুদিন পর আজ ক্লাস রুটিনটা বের করে দেখলাম প্রথম ক্লাস টা কার । আমার কথন কোন স্যায়ে ক্লাস কখন শুরু হবে কখন শেষ হবে সব ওর মুখস্ত ছিল ।
ক্লাস শুরু আগে ও আমাকে ফোন করতো মন দিয়ে ক্লাস করতে বলত । ক্লাস শেষ করার পরপরই ওর ফোন চলে আসত । স্যার কি করিয়েছে ? মন দিয়ে বুজেছি কিনা কোন বাড়ির কাজ দিয়েছে কিনা ।
এমন কি ক্লাসের মাঝেও ও এসএমএস পাঠাতো । এই ছেলে আমার কথা ভাবছ কেন ।
ক্লাসে মন দাও ।
অবাক হতাম । একজন মানুষ আর একজনকে এভাবে বোঝে কিভাবে এই ভেবে অবাক হতাম । মিতু এমন ভাবে আমাকে টেককেয়ার করতো আমাকে নিজ থেকে আর কিছু করারই দরকার হত না । ও যে আমার জীবনের সাথে এমন ভাবে মিশে গেছিল এই দুই দিনে আমি তা হাড়ে হাড়ে টের পেয়েছি ।
ওকে খুব মিস করছি । কিন্তু ওর উপর অভিমানটা কিছুতেই কমাতে পারছি না । আমাকে যে ও বিশ্বাস করেনি ঠিক মত এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না । আমার ভালবাসার উপর যে ও ভরশা করতে পারে নাই এটা বড় বেশি পীড়া দিচ্ছে ।
ক্লাস শেষে বের হয়েছি ডিপার্টমেন্টের সামনে মিতুকে দেখতে পেলাম ।
মিতুকে মানে ঐ দিন যে এসেছিল মিতু সেজে । মিতুর রুমমেট ।
“শুভ ভাইয়া একটু শুনেন প্লিজ” ।
“কেন শুনবো বল” ?
“একটু বোঝার চেষ্টা করেন । মিতু আপনাকে সত্যি ভালবাসে ।
ও খুব কষ্ট পাচ্ছে । যেমনটা আপনি পাচ্ছেন” ।
কথাটা সত্যি । আমি সত্যি কষ্ট পাচ্ছি । বললাম “আমার কষ্ট পাওয়া নিয়ে তো তোমার বা তোমার বন্ধুর কিছু যায় আসার কথা না ।
যদি এসে যেত তাহলে মিতু এমনটা করতো না” ।
“ দেখুন ভাইয়া ও এমন মোটেও না । আমার কথাতে ও এমনটা করেছে । মিতু আমার অনেক কাছের বন্ধু । আমি চাচ্ছিলাম ও যেন কোন ভুল না করে ।
ও যেন পারফেক্ট একজনকে পায় । আমি বুঝতে পারি নি এমন হয়ে যাবে” !
“তার মানে কি দাড়াল অন্য কারো কথায় মিতু আমাকে সন্দেহ করবে । আমাকে অবিশ্বাস করবে । বল এটা আমি কিভাবে মেনে নেব ? আমি ওকে আমার মন থেকে ভালবাসেছি । এখনও বাসি ।
আমি কখনও ওর সৌন্দর্যকে প্রাধান্য দেয় নি । কিন্তু মিতু এটা বিশ্বাস করে নি । আমাকে বিশ্বাস করে নি । আমার ভালবাসাকে বিশ্বাস করে নি । বল আমি এটা কিভাবে মেনে নেব” ?
“কিন্তু আমি তো তোমাকে ভালবাসি” ।
কথাটা আসল আমার পিছন থেকে । আমি পিছন ঘুরে তাকালাম । কি বলব ? মেয়েটা যে মিতু বলার অপেক্ষা রাখে না । এই প্রথম আমি মিতু কে দেখলাম । আহারে কি চমত্কারই না দেখতে ও ।
কিন্তু মিতু চোখ গুলো দেখলাম অনেক লাল । আর ফোলা ফোলা । অনেক কেঁদেছে মনে হয় ।
মিতু আবার কথাটা বলল “আমিতো তোমাকে ভালবাসি” ।
“ কিন্তু বিশ্বাস কর না” ।
“ করি” ।
“তাহলে আমার সাথে এমনটা কেন করলে” ?
মিতু কোন কথা বলল না । কেবল নিরব চোখে আমার দিকে চেয়ে থাকল । ওর চোখে কি এক কষ্ট ছিল । আমারও কেন যেন কষ্ট হতে লাগল ।
“মিতু তুমি আমার কাছে যেমনটা ছিলে সারা জীবন তেমনটাই থাকবে । কিন্তু তুমি আমার সাথে যে খেলাটা করেছ সেটা আমি কোন দিন ভুলতে পারবো না । কাঁটার মত সারা জীবন আমার বুকে বিধে থাকবে । এটা আমি মেনে নিতে পারবো না” । মিতু চুপ করে থাকল ।
আমি বললাম “মিতু ভালবাসায় কোন প্রমিজের দরকার হয় না । কোন পারফেক্টশনের দরকার হয় না । ভালবাসায় কেবল বিশ্বাসের দরকার হয় । একে অপরের প্রতি বিশ্বাস । যেখানে এটা অনুপস্থিত সেখানে আর যাই হোক ভালবাসা টেকে না ।
তোমাকে হয়তো আমি কষ্ট দিচ্ছি । কিন্তু আমি এটার সাথে কোন দিন কম্প্রমাইজ করতে পারবো না । কোন দিন না” ।
মিতুকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আমি হাটা দিলাম । কেন জানি বুকের মধ্যে কিসের একটা ব্যাথা করতে লাগল ।
খুব ইচ্ছা করছিল সব কিছু ভুলে যাই । কিন্তু কাঁটাটা বিধেই রইল । আর কষ্ট হতেই লাগল ।
গল্প টা হয়তো এখানেই শেষ । হয়তো শুভ মিতুকে ক্ষমা করেছিল ।
হয়তো করে নি ।
ক্ষমা করুক বা না করুক এই ক্ষতটা ওর বুকে সারা জীবনই থেকে যাবে ।
দুইদিন হয়ে গেছে মিতুর সাথে কথা বলি না এই দুইদিনে আমার পুরো পৃথিবীটাই এলোমেলো হয়ে গেছে ।
প্রতিদিন সকালে মিতুর ফোনে আমার ঘুম ভাঙ্গত । প্রতিদিন সকাল বেলা ও ফোন দিয়ে বলত গুড মর্নিং ।
আমি বরাবরই আলসে ছিলাম । সকালে উঠতে চাইতাম না । ওর জ্বালাতনে একটু ঘুমুবার উপায় ছিল না । না উঠে যে মিথ্যা কথা বলব তারও উপায় ছিল না । মিতু ঠিকই ধরে ফেলত ।
এতো কিছু বুঝতো আমার মনটা ও একবারের জন্যও বুঝল না ।
আজকে ফোন করে উঠতে বলার কেউ নাই । তবুও কেন জানি শুয়ে থাকতে ইচ্ছা করছিল না কিছুতেই । খানিকক্ষন এপাশ ওপাশ করে উঠে পড়লাম ।
ক্লাসের এখনও দেরি আছে তবুও ক্যাম্পাসের দিকে রওনা দিলাম ।
বহুদিন পর আজ ক্লাস রুটিনটা বের করে দেখলাম প্রথম ক্লাস টা কার । আমার কথন কোন স্যায়ে ক্লাস কখন শুরু হবে কখন শেষ হবে সব ওর মুখস্ত ছিল । ক্লাস শুরু আগে ও আমাকে ফোন করতো মন দিয়ে ক্লাস করতে বলত । ক্লাস শেষ করার পরপরই ওর ফোন চলে আসত । স্যার কি করিয়েছে ? মন দিয়ে বুজেছি কিনা কোন বাড়ির কাজ দিয়েছে কিনা ।
এমন কি ক্লাসের মাঝেও ও এসএমএস পাঠাতো । এই ছেলে আমার কথা ভাবছ কেন । ক্লাসে মন দাও ।
অবাক হতাম । একজন মানুষ আর একজনকে এভাবে বোঝে কিভাবে এই ভেবে অবাক হতাম ।
মিতু এমন ভাবে আমাকে টেককেয়ার করতো আমাকে নিজ থেকে আর কিছু করারই দরকার হত না । ও যে আমার জীবনের সাথে এমন ভাবে মিশে গেছিল এই দুই দিনে আমি তা হাড়ে হাড়ে টের পেয়েছি ।
ওকে খুব মিস করছি । কিন্তু ওর উপর অভিমানটা কিছুতেই কমাতে পারছি না । আমাকে যে ও বিশ্বাস করেনি ঠিক মত এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না ।
আমার ভালবাসার উপর যে ও ভরশা করতে পারে নাই এটা বড় বেশি পীড়া দিচ্ছে ।
ক্লাস শেষে বের হয়েছি ডিপার্টমেন্টের সামনে মিতুকে দেখতে পেলাম । মিতুকে মানে ঐ দিন যে এসেছিল মিতু সেজে । মিতুর রুমমেট ।
“শুভ ভাইয়া একটু শুনেন প্লিজ” ।
“কেন শুনবো বল” ?
“একটু বোঝার চেষ্টা করেন । মিতু আপনাকে সত্যি ভালবাসে । ও খুব কষ্ট পাচ্ছে । যেমনটা আপনি পাচ্ছেন” ।
কথাটা সত্যি ।
আমি সত্যি কষ্ট পাচ্ছি । বললাম “আমার কষ্ট পাওয়া নিয়ে তো তোমার বা তোমার বন্ধুর কিছু যায় আসার কথা না । যদি এসে যেত তাহলে মিতু এমনটা করতো না” ।
“ দেখুন ভাইয়া ও এমন মোটেও না । আমার কথাতে ও এমনটা করেছে ।
মিতু আমার অনেক কাছের বন্ধু । আমি চাচ্ছিলাম ও যেন কোন ভুল না করে । ও যেন পারফেক্ট একজনকে পায় । আমি বুঝতে পারি নি এমন হয়ে যাবে” !
“তার মানে কি দাড়াল অন্য কারো কথায় মিতু আমাকে সন্দেহ করবে । আমাকে অবিশ্বাস করবে ।
বল এটা আমি কিভাবে মেনে নেব ? আমি ওকে আমার মন থেকে ভালবাসেছি । এখনও বাসি । আমি কখনও ওর সৌন্দর্যকে প্রাধান্য দেয় নি । কিন্তু মিতু এটা বিশ্বাস করে নি । আমাকে বিশ্বাস করে নি ।
আমার ভালবাসাকে বিশ্বাস করে নি । বল আমি এটা কিভাবে মেনে নেব” ?
“কিন্তু আমি তো তোমাকে ভালবাসি” ।
কথাটা আসল আমার পিছন থেকে । আমি পিছন ঘুরে তাকালাম । কি বলব ? মেয়েটা যে মিতু বলার অপেক্ষা রাখে না ।
এই প্রথম আমি মিতু কে দেখলাম । আহারে কি চমত্কারই না দেখতে ও । কিন্তু মিতু চোখ গুলো দেখলাম অনেক লাল । আর ফোলা ফোলা । অনেক কেঁদেছে মনে হয় ।
মিতু আবার কথাটা বলল “আমিতো তোমাকে ভালবাসি” ।
“ কিন্তু বিশ্বাস কর না” ।
“ করি” ।
“তাহলে আমার সাথে এমনটা কেন করলে” ?
মিতু কোন কথা বলল না । কেবল নিরব চোখে আমার দিকে চেয়ে থাকল ।
ওর চোখে কি এক কষ্ট ছিল । আমারও কেন যেন কষ্ট হতে লাগল ।
“মিতু তুমি আমার কাছে যেমনটা ছিলে সারা জীবন তেমনটাই থাকবে । কিন্তু তুমি আমার সাথে যে খেলাটা করেছ সেটা আমি কোন দিন ভুলতে পারবো না । কাঁটার মত সারা জীবন আমার বুকে বিধে থাকবে ।
এটা আমি মেনে নিতে পারবো না” । মিতু চুপ করে থাকল ।
আমি বললাম “মিতু ভালবাসায় কোন প্রমিজের দরকার হয় না । কোন পারফেক্টশনের দরকার হয় না । ভালবাসায় কেবল বিশ্বাসের দরকার হয় ।
একে অপরের প্রতি বিশ্বাস । যেখানে এটা অনুপস্থিত সেখানে আর যাই হোক ভালবাসা টেকে না । তোমাকে হয়তো আমি কষ্ট দিচ্ছি । কিন্তু আমি এটার সাথে কোন দিন কম্প্রমাইজ করতে পারবো না । কোন দিন না” ।
মিতুকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আমি হাটা দিলাম । কেন জানি বুকের মধ্যে কিসের একটা ব্যাথা করতে লাগল । খুব ইচ্ছা করছিল সব কিছু ভুলে যাই । কিন্তু কাঁটাটা বিধেই রইল । আর কষ্ট হতেই লাগল ।
গল্প টা হয়তো এখানেই শেষ । হয়তো শুভ মিতুকে ক্ষমা করেছিল । হয়তো করে নি ।
ক্ষমা করুক বা না করুক এই ক্ষতটা ওর বুকে সারা জীবনই থেকে যাবে । ভালবাসায় সত্যি একে ওপর কে কেবল বিশ্বাস করতে হয় ।
তা না হলে ভালবাসা টেকে না ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।