আমাদের কথা খুঁজে নিন

   

কিংবদন্তির হুমায়ুন ফরীদির তিন দিনের মিলাদ .......

এই শহরে আমি এক নতুন চোর। সাবধান.... ! কিংবদন্তির হুমায়ুন ফরীদির তিন দিনের মিলাদ ....... মঞ্চ-টেলিভিশন এবং চলচ্চিত্রে এই তিন জগতের শক্তিমান অভিনেতা হুমায়ুন ফরীদি চিরবিদায় নিয়েছেন। তিনি চলে গিয়েছেন না ফেরা দেশে । জীবনের ৬০ বসন্ত পার করে চলে গেলেন আমাদের ছেড়ে দূর অজানার দেশে। এই শক্তিমান অভিনেতা হয় মনে অনেক কষ্ট নিয়ে চলে গেলেন................ ১৯৫২ সালের ২৯ মে ঢাকার নারিন্দায় জম্ম গ্রহন করেন।

স্কুলজীবন থেকেই তিনি অভিনয়ের সাথে যুক্ত হন। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থননীতি বিভাগের ছাত্র থাকা অবস্থায় অভিনয়র নতুন দিক উম্মোচন হয়। নাট্যচর্চার পুরোধা ব্যক্তিত্ব নাট্যকার জনাব সেলিম আল দীনের ঘনিষ্ঠ সহযোগি ছিলেন। এভাবেই ঢাকা থিয়েটারের সংঙ্গে কাজ শুরু করেন। হুমায়ুন ফরীদি মঞ্চ , সিনেমা ও টিভি নাটক অভিনয় করে নিজেকে সবার থেকে আলাদা করে উপস্থাপন করেছিলেন।

আশি ও নব্বই দশকে তিনি ছিলেন কিংবদন্তি অভিনেতা। ধারাবাহিক নাটক "সংশপ্তক"য়ে 'কান কাটা রমজান' চরিত্রে অভিনয় করে আজও র্দশকদের মনে দাক তেটে আছে। 'নীল নকশার সন্ধানে','দুরবীন দিয়ে দেখুন', 'ভাঙ্গনের শব্দ শুনি'সহ তার অভীনিত বহু নাটক মানুষ মনে রাখবে। চলচ্চিত্রে অভিনয় করেছে দাপটের সাথে এই শক্তি মান অভিনেতা। তার অভিনিত চলচ্চিত্রগুলোর মধ্যে 'এাকাত্তরের যিশু','সন্ত্রাস','ব্যাচেলর','জয়যাত্রা','আহা','ভন্ড',ও 'শ্যামল ছায়া'অন্যতম।

আশির দশকের শুরুতে বিয়ে করেন । তবে সেখানে সংসার জীবন স্থায়ি হয় মাত্র চার বছরের সেখানে তার এক মাত্র উত্তর অধিকারি মেয়ে দেবযানী। .........এরপর আমাদের সবার জানা আছে ,, দ্বিতীয় সংসার শুরু করলেন অভিনেত্রী সুর্বণা মুস্তফার সংঙ্গে । ২০০৮ সালে এক ধমকা হাওয়া আশে শেষ রক্ষা হয় নাই সংসারটি ভেঙ্গে যায়। হুমায়ুন ফরীদির মৃতু্র সংবাদ সংস্কৃত অংঙ্গনে নেমে আসে শোকের ছায়া।

মৃত্যুর খবর শুনে হুমায়ুন ফরীদির ধানমন্ডির বাসায় ছুটে আসেন অনেকেই। রামেন্দু মজুমদার, হানিফ সংকেত, ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজ, আহামেদ শরিফ,আবুল হায়াত,গিয়াসউদ্দিন সেলিম,এটিএম শামসুজ্জামান,আলমগীর,খলিল,তারিত আনাম, তৌকির আহমেদ,বিপাশা হায়াত,আফসানা মিমি,মোশারফ করিম,সুইটি,সুমাইয়া শিমুসহ অনেকেই ছুটে আসেন। বর্তমান স্বামী বদরুল আনাম সৌদকে নিয়ে সুর্বণা মুস্তফাও ছুটে আসেন। হুমায়ুন ফরীদিকে শেষ দেখা দেখে সবাই কান্নায় ভেঙ্গে পরে। হুমায়ুন ফরীদির মৃত্যুর মিলাদে আসে নাট্য অংঙ্গনে অনেকে কিন্তু চলচ্চিত্র জগেতের তেমন কেউ উপস্থিত হয় নাই।

মহিলা আগুন্ত মিলাদে আসা অতিথিদের তত্তাবধায়নে ছিলেন আফসানা মিমি,বন্যা মির্জা ও মিতা নুর । জাহিদ হাসান,আজিজুল হাকিম,জাহিদ হাসান শোভন,নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু,জিতু,হানিফ সংকেত,জুয়েল আইচ সহ আরো অনেকে মিলাদ ও দোয়া সবাই হুমায়ুন ফরীদির আত্তার শান্তি কামোনা করেছেন।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.