আমাদের কথা খুঁজে নিন

   

উভচর যান

উভচর যান উদ্ভাবক : মোহাম্মদ ইমরান হোসেন হাবিব, ফরিদপুর। ২৬ ডিসেম্বর, ২০১০, রবিবার, দুপুর বেলা। হঠাৎই পথচলতি লোকজন থমকে দাঁড়ান। ফরিদপুর শহরের রাজবাড়ী মোড় থেকে সিএনবি ঘাটের দিকে যে রাস্তা গেছে, তাতে একটা অন্য রকম যান চলছিল। সাত কিলোমিটার পথের সবাই এক পলক হলেও দেখেছে।

যানটি পানিতেও চলতে পারে। উদ্ভাবক ইমরান এর নাম দিয়েছেন উভচর যান। ডুবে গেলে স্থানটিও শনাক্ত করা সম্ভব, আর উদ্ধারও করা যাবে এক ঘণ্টার মধ্যে। এর ১৫ জন যাত্রী বহনের ক্ষমতা আছে। স্থলপথে চলতে পারে ঘণ্টায় ২০ কিলোমিটার, আর জলপথে ৩০ কিলোমিটার।

সামনের দিকটা বিমানের মতো। গাড়িটি ডাঙায় থাকলে যে স্টিয়ারিং দিয়ে চাকার দিক নিয়ন্ত্রণ করা হয়, পানিতে সেটা দিয়ে হাল নিয়ন্ত্রণ করা যায়। পানিতে নামার পর অবশ্য চাকা খুলে ফেলতে হয়। ইমরান এখন চেষ্টা করছেন যেন বিমানের মতো চাকা ভাঁজ করে রাখা যায়। এ ছাড়া ইমরান কাঠের তৈরি পানির পাম্প, ডিম ফুটানো মেশিন (ইনকিউবেটর) ও রিমোট কন্ট্রোল বেবিকার তৈরি করেছেন।

কাঠের তৈরি পানির পাম্পই তাঁর প্রথম উদ্ভাবন। কৃষক পরিবারের সন্তান তিনি। বেশিদূর পড়তে পারেননি। তিনি দেখতেন, কৃষক সবজি ক্ষেতে পানি দিতে কত কষ্টই না করেন। এ জন্য তিনি কাঠের পাম্পটি তৈরি করেছেন_যা পুকুর বা ডোবানালায় বসিয়ে হাতল ঘুরিয়ে অনায়াসে পানি তুলে পাইপের সাহায্যে সেচ দেওয়া সম্ভব।

এতে কোনো জ্বালানির দরকার হয় না। ইমরান ফার্নিচার দোকানে কাজ করতেন, এখন একটি পোলট্রি ফার্ম গড়ে তুলেছেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।