আমাদের কথা খুঁজে নিন

   

উভচর

গভীরে হীরক খণ্ড খুঁজি ,পাইনা পাবার কথাও নয় আশার হতাশার চাষ বাস চলে কখনও ধানী জমি । বন্ধ্যা জমি । মিশ্র জমি । লাঙ্গল দিয়ে ক্ষেত চষি, উজাড় করি জীবনে ডুব দেয়া সত্য নয় । কিংবা পরম তত্ত্ব নয় একটি মদির নারী খুঁজি আমি।

একটি ভরাট শরীর অপরুপতা সত্য নয় অপরুপতা মোহ আমি ভণ্ড নই যেটা চাই সেটাই বলি না পেলে আহত বাঘ হবোনা অথবা হিংস্র হায়েনা আমি জানি । আমি জানি আমি পাবনা । আমি মানি আমি , লোলুপের মত ঝাপাবনা । আমার ভেতরে ঝলসে ওঠা সত্য আমি চাপাতে পারবনা এবার আমার মন চাই একটি সহজিয়া মন । আমি তাকে কবিতা শোনাব নিঃশ্বাসে ফেলবো তৃপ্তির শীৎকার আমি ভণ্ড নই ।

এটাও সত্য । মানুষ ফ্রয়েড সর্বস্ব নয় মানুষ সর্বস্ব প্লেটোনিক ও নয় । আমি ভণ্ড নই । এটাও সত্য । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।