আমাদের কথা খুঁজে নিন

   

উভচর ১

vagabond only

শামুক। উভচর প্রানী। শক্ত খোলশের ভিতর অবস্থান করে; যদিও ভেতরতা তোমার হৃদয়ের মতই নরম এবং কোমল। পৃথিবীর প্রাচীনতম সরীসৃপ, হে শামুক- আমি তোমাকে খুব ভালবাসি! তোমরা অলস প্রকৃতির বলে জানি। উপযুক্ত শিকার পেলে ছাদে কিংবা বারান্দায় বসে কাটিয়ে দিতে পারো যুগের পর যুগ;যদিও মাঝে মাঝে নিজেরাই পরিনত হও শিকারে- কেননা, এ শহরে কাকও বেড়েছে খুব জানি! ফলে মাঝে মাঝে আমি সিম্প্যাথি ফীল করি, তোমার দুঃখে দুঃখি হতে চাই! তবু কেন খেপে যাও অযথাই, খুব অভিমানে হৃদয়টা পচে গেলে আহত বোধ করি খুব।শুনেছি, শামুক পচলে নাকি কেটে দেয় পুরুষের পা, ভয়ঙ্কর!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।