আমাদের কথা খুঁজে নিন

   

উভচর প্রানীঃ রাকিবুলের খেরোপাতা-০৯

সভ্যতার স্পাম গুলো বড্ড খেয়ালী
অলি গলিতে ঘুরে বেরাতে পছন্দ করে
আপন ইচ্ছে মতো,
আপন মনে।
আমি চুপি চুপি খুজে যাই
চুপি চুপি খুজে বেড়াই অন্তহীন পথ
খুজে বেড়াই শেষ পর্যন্ত আলো আধারীতে
পরিশেষে চুপি চুপি খুজে পাই ।

এদিকে এন্টিস্পাম গুলো
প্রচার মাধ্যমকে আপডেট দিচ্ছে সব সময়।
তার মানে এন্টিস্পাম গুলো সবগুলো স্পামকে ধরার জন্য জাগ্রত সর্বদা।

গোপন খবরঃ

স্পাম ও এন্টিস্পাম গুলোর মাঝে
রাজসিক বারবিকিউ শেষ হয়েছে গতকাল মধ্যরাতে।
দালাল গিরি করার বদৌলতে
আমি মানে এই সভ্যতার আধুনিক উভচর প্রানী
স্থান পেয়েছিলাম সেই আনন্দময় মধ্যরাতে।
বোনাস হিসেবে যা পেয়েছি, তা আমার ছোট্ট পকেটে।

একটি অনুরোধ, প্লিজ এই গোপন খবরটা ফ্ল্যাস করবেন না প্লিজ…

উভচর প্রানী- মুহম্মদ রাকিবুল হাসান

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।