আমাদের কথা খুঁজে নিন

   

স্যাটেলাইট ঝাড়ুদার

ময়লা-আবর্জনায় ভরে যাচ্ছে মহাকাশ। পৃথিবীর বেশ কয়েকটি দেশ কয়েক দশক ধরে মহাকাশযান পাঠানোর নিরন্তর প্রতিযোগিতায় লিপ্ত। বিশেষ করে পৃথিবীর কক্ষপথে স্যাটেলাইট পাঠানোর ক্ষেত্রে উৎসাহের অভাব নেই অনেক দেশের। এ কারণে একটু একটু করে ময়লা আবর্জনা জমে ভরে যাচ্ছে কক্ষপথ। মহাকাশের এসব আবর্জনা পরিষ্কারের কাজে এগিয়ে আসতে চাইছে সুইজারল্যান্ড।

দেশটি এক ঝাঁক ঝড়ুদার পৃথিবীর কক্ষপথে পাঠিয়ে তা পরিষ্কার করার কাজে নিয়োজিত করতে চাইছে। পৃথিবীর কক্ষপথ থেকে নানা মূল্যবান তথ্য পাঠিয়ে চলছে স্যাটেলাইটগুলো। কিন্ত সমস্যা হচ্ছে এ স্যাটেলাইটগুলোর আয়ু শেষ হওয়ার পর বা অন্যকোন কারণে সেগুলো বিকল হয়ে গেলে স্যাটেলাইটগুলোর অংশবিশেষ কক্ষপথেই পড়ে থাকে এবং এগুলো আবর্জনা হিসেবে সেখানে পড়ে থাকে। কিন্তু সচল স্যাটেলাইটগুলোর জন্য এই আবর্জনা বিপদ ডেকে আনতে পারে। আবর্জনা পরিষ্কার করার তাগিদ কম বেশি সংশ্লিষ্ট দেশগুলোরই রয়েছে।

অবশেষে পৃথিবীতে পরিচ্ছন্নতার জন্য বিখ্যাত হয়ে ওঠা জার্মানি এগিয়ে আসতে চাইছে। দেশটির সরকার এবার পৃথিবীর কক্ষপথে ‘জ্যানিটর’ নামে বিশেষ এক ধরনের স্যাটেলাইট পাঠিয়ে কক্ষপথে জমে থাকা আবর্জনা পরিষ্কার করার কথা ঘোষণা করেছে। এক কোটি ১০ লাখ ডলার মূল্যের এই যানের নামও ঘোষণা করা হয়েছে এবং এর নাম দেয়া হয়েছে ‘ক্লিন স্পেস ওয়ান’ ডেইলি জনকন্ঠ থেকে নেয়া। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।