আমাদের কথা খুঁজে নিন

   

স্যাটেলাইট যুগে বিটিভি কি করে টেরিষ্ট্রোরিয়াল?

কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....

বি,টি,ভি কর্তৃপক্ষ বোধাই নাকি। নুতন ১০টি টিভি চ্যানেল অনুমতি পেল । আমি ভেবে ছিলাম বিটিভি অন্তত্য ৩ টি নুতন চ্যানেলের অনুমতি নিবে। বি,টি,ভি ন্যাশনাল , বি, টি, ভি ওয়ার্ল্ড আছে। এখন প্রয়োজন বি,টি,ভি স্পোর্টস।

তার সাথে ভেবেছিলাম বি,টি,ভি প্রাইমমিনিষ্টার বিটিভি বাদবাকি মন্ত্রীপরিষদ এই তিনটি জরুরী ভিত্তিতে অনুমতি দেয়া প্রয়োজন। অনেক গ্রামেও স্যাটেলাইট সংযোগ চলে গেছে। আমাদের এখানে টেরিষ্ট্রোরিয়াল বি,টি,ভি ন্যাশনাল দেখা যায় না। তথ্য প্রযুক্তির উন্নত প্রযুক্তি থাকা স্বত্বেও বি,টি,ভি সেকেলে অবস্থায় টেরিষ্ট্রোরিয়াল সম্প্রচার করে গ্রামে বা সারা দেশে দেখা গেলেও একটি চ্যানেল এর জন্যে কেউ আর শহর অঞ্চলে বিশেষ এন্টিনা ব্যাবহার করে না। আমার প্রশ্ন যদি কয়েকটি চ্যানেল বিশেষ করে বি,টি,ভি নিজেই তিন চারটি বা পাঁচটি টেরিষ্ট্রোরিয়াল চ্যানেল সম্প্রাচার করতো তাহলে দর্শক সেই পুরাতন এন্টিনা ব্যাবহার করে এই চ্যানেল গুলো দেখতো।

স্যাটেলাইট চ্যানেল গুলোর পাশাপাশী টেরিষ্ট্রোরিয়াল রাখা যেতে পারে তবে একটি নয় বেশ কয়েকটি চ্যানেল কে বি ,টি, ভির আয় বাড়ানো বা অধিকতর লাভজনক করার জন্যে চালু করা প্রয়োজন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।