আমাদের কথা খুঁজে নিন

   

উৎক্ষেপণ হলো সবচেয়ে বড়ো স্যাটেলাইট

ভালো ..তবে কালো

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রিকোনাইসেন্স অফিস (এনআরও) এ যাবৎকালের সবচেয়ে বড়ো স্যাটেলাইটেটি মহাকাশে পাঠিয়েছে। কেপ ক্যানাভেরাল এয়ারফোর্স স্টেশন থেকে ডেল্টা-৪ রকেটে করে মহাশূন্যে পাঠানো হয়েছে এ স্যাটেলাইট। খবর বিবিসি অনলাইনের। সংবাদ মাধ্যমটির বরাতে জানা গেছে, এনআরও এর পাঠানো এই স্যাটেলাইটটি গুপ্তচরের কাজে লাগানো হবে। এখন পর্যন্ত মহাকাশে পাঠানো সবচেয়ে বড়ো কমার্শিয়াল স্যাটেলাইটটি হলো ৭ টনি টেরেস্টার-১ টেলিকমস স্পেসক্রাফটস।

এতে আছে ১৮ মিটার অ্যান্টেনা রিফ্লেক্টর। এটি রিলে ফোন এবং ডেটা ট্রাফিক কাজে ব্যবহার করা হয়। কিন্তু এনআরওএল-৩২ নামের এবারের পাঠানো স্যাটেলাইটটি সে তুলনায় বেশ বড়ো। এটি টেরেস্টার-১ এর চেয়ে ব্যাসে ২২ মিটার বড়। সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, ডেল্টা-৪ হেভি রকেট ২০০৪ সালে প্রথম মহাশূন্য ভ্রমণের পর এবার চতুর্থবারের মতো স্যাটেলাইট উৎক্ষেপনের কাজ করছে।

মনুষবিহীন এই রকেটটিতে আছে পাশাপাশি তিনটি কোর বুস্টার। প্রত্যেকটিতে রকেটডাইন আরএস-৬৮ ইঞ্জিন বসানো আছে। রকেটটির উড্ডয়নের সময় প্রতি সেকেন্ডে ২ হাজার ৯০০ কিলোনিউটন জ্বালানী প্রয়োজন হয়। জানা গেছে, এই রকেটটি কোনো বাণিজ্যিক কাজে ব্যবহার করা হয় না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.