ভালো ..তবে কালো
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রিকোনাইসেন্স অফিস (এনআরও) এ যাবৎকালের সবচেয়ে বড়ো স্যাটেলাইটেটি মহাকাশে পাঠিয়েছে। কেপ ক্যানাভেরাল এয়ারফোর্স স্টেশন থেকে ডেল্টা-৪ রকেটে করে মহাশূন্যে পাঠানো হয়েছে এ স্যাটেলাইট। খবর বিবিসি অনলাইনের।
সংবাদ মাধ্যমটির বরাতে জানা গেছে, এনআরও এর পাঠানো এই স্যাটেলাইটটি গুপ্তচরের কাজে লাগানো হবে।
এখন পর্যন্ত মহাকাশে পাঠানো সবচেয়ে বড়ো কমার্শিয়াল স্যাটেলাইটটি হলো ৭ টনি টেরেস্টার-১ টেলিকমস স্পেসক্রাফটস।
এতে আছে ১৮ মিটার অ্যান্টেনা রিফ্লেক্টর। এটি রিলে ফোন এবং ডেটা ট্রাফিক কাজে ব্যবহার করা হয়। কিন্তু এনআরওএল-৩২ নামের এবারের পাঠানো স্যাটেলাইটটি সে তুলনায় বেশ বড়ো। এটি টেরেস্টার-১ এর চেয়ে ব্যাসে ২২ মিটার বড়।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, ডেল্টা-৪ হেভি রকেট ২০০৪ সালে প্রথম মহাশূন্য ভ্রমণের পর এবার চতুর্থবারের মতো স্যাটেলাইট উৎক্ষেপনের কাজ করছে।
মনুষবিহীন এই রকেটটিতে আছে পাশাপাশি তিনটি কোর বুস্টার। প্রত্যেকটিতে রকেটডাইন আরএস-৬৮ ইঞ্জিন বসানো আছে। রকেটটির উড্ডয়নের সময় প্রতি সেকেন্ডে ২ হাজার ৯০০ কিলোনিউটন জ্বালানী প্রয়োজন হয়।
জানা গেছে, এই রকেটটি কোনো বাণিজ্যিক কাজে ব্যবহার করা হয় না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।