মার্কেটিং, বুঝেছো হে মার্কেটিং সাজাও নিজেকে, বাড়াও বাজার দর । প্রথমে দেখনদারি তারপর গুণবিচারী প্যাকেজিং-ই সার কথা- ঝলমলে মোড়কে বিকোয় বাতিল মাল। এক্সিউজ মি স্যার, হবে না.. হবে না আমার দ্বারা এখনো শরীরে লেগে আছে মাটির সোঁদাগন্ধ উল্টোস্রোতে বৈঠা বাই উদাসী আমি - রিমঝিম বৃষ্টি শোনায় আউলবাউলের তান । কোট-টাইয়ের খোলসে আজো আমি হাবাগোবা বাঙাল ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।