আমাদের কথা খুঁজে নিন

   

ম্যাক OSX নিয়ে বিপদে আছি।

...চিরদিন কাহারো সমান নাহি যায় .... আজ যে বড়লোক কাল সে ভিক্ষা চায়............ আমি ম্যাকবুক প্রো কিনেছি এখন সমস্যা হল ১। আমি বাংলা ওয়েব সাইট এর লেখা পড়তে পারিনা। ই কার পরে আসে। বাংলা ফন্ট ইন্সটল করেছি লাভ হয়নি। ২।

বাংলা টাইপ করতে পারি না। ৩। এম এস ওয়ার্ডের মত সফট চাই। ৪। ম্যাক দিয়ে পোর্টেবল হাড্ডিতে কিছু কপি করতে পারিনা।

কিছু ডিলিটও করতে পারি না। ৫। এটাতে লায়ন দিলে (পাইরেটেট) উইন্ডোজের মত ধরবে নাকি?? লায়ন কোথায় পাব?? আমার আরেক্টা ল্যাপি আছে যেটাতে উইন সেভেন আছে কিন্তু এটা স্টার্ট হতে অনেক সময় লাগে। উইন্ডোজ লেখা আসার পর অনেক্ষন কালো হয়ে থাকে তারপর প্রায় ৩/৪ মিনিট পর ডেক্সটপ আসে। নুতুন করে সেটাপ দিয়েও লাভ হয় নি।

কনফিগার ডুয়েল কোর ২.০ গিহা ১ জিবি ডিডিয়ার র‌্যাম ১৬০জিবি হাড্ডি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।