হৃদয় খান।
অনেক শখ হইসে একটা ম্যাক বুক এর ল্যাপটপ কেনার কিন্তু মাথাই কিছু প্রশ্ন ঘুর পাক খাচ্ছে। দয়া করে অভিজ্ঞরা এক্টু হেল্পান
প্রথম কথা হচ্ছে , আমি উইন্ডোজ এ যে সব সফটওয়্যার ব্যাবহার করছি এই গুলো কি ম্যাক এ চলবে? যেমনঃ মজিলা ফাইয়ারফক্স, ইয়াহু ম্যাসেঞ্জার, অভ্র, এই গুলো ছাড়াও কিছু প্রয়োজনীয় সফটওয়্যার আছে। তবে ম্যাক এ যদি এই গুলো না চলে তা হলে উপাই কি? ম্যাক এর জন্যে কি আলাদা ইয়াহু ম্যাসেঞ্জার বা অন্যান্য প্রয়োজনীয় সফটওয়্যার ডাউনলোড করতে হবে? আর সেই গুলো কি ফ্রী পাওয়া যাবে?
দ্বিতীয় কথা হচ্ছে , ম্যাক বুক এর দাম এমনি ল্যাপ্টপ এর থেকেও এত বেশি কেন? যেমন আমি সার্চ করে দেখলাম যে একটা ডেল এর ল্যাপ্টপ এর দাম এর থেকেও ম্যাক এর লাপ্টপ এর দাম অনেক বেশি। পার্থক্য টা কি? ডেল এর ল্যাপ্টপ এ কোর আই ফাইভ প্রোসেসর থাকার পরেও তার দাম ১ লাখ টাকার মধ্যে অথচ ম্যাক বুক এ কোর টু ডুয়ো এর প্রসেসর সেই দিক দিয়ে তো ডেল এর ল্যাপ্টপ টাই বেশি ভালো হওয়ার কথা।
আবার ম্যাক এ হার্ড ডিস্ক এর জাইগা কম। মেমরী ও কম। সব কিছুই কম কম মনে হচ্ছে। সেই দিক দিয়ে ডেল এর ল্যাপ্টপ যেটা কিনা এক লাখ টাকার মধ্যে তাতে তো অনেক বেশি শুবিধা মনে হচ্ছে। তা হলে দুইটার মধ্যে পার্থক্য টা কি? আর কেনই বা ম্যাক বুক এর ল্যাপ্টপ এর দাম এত বেশি?
আর একটা প্রশ্ন আমি ম্যাক বুক এ ম্যাক বাদ দিয়ে উইন্ডোজ এক্সপি বা সেভেন ব্যাবহার করতে পারবো? সেটা কি সেটাপ দেওয়া সহজ হবে?
যারা ব্যাবহার করেছেন বা অভিজ্ঞ তারা একটু হেল্পান।
যদিও অনেক বেশি প্রশ্ন করে ফেলেছি তাই সময় পেলে উত্তর গুলো দিয়েন। এবং আমাকে একটু বুঝিয়ে দিয়েন। আপনাদের মন্তব্যের পর আমি ভেবে দেখবো যে কোনটা কেনবো। ডেল এর ল্যাপ্টপ নাকি ম্যাক বুক?
অনেকেই ম্যাক এর কথা বলছেন তবে সারা জীবন উইন্ডোজ ব্যাবহার করে এখন ম্যাক অপারেটিং সিস্টেম এ যাওয়ার ইচ্ছে নেই তারপরেও যদি ম্যাকবুক কিনি তা হলে হয় তো উইন্ডোজ আর ম্যাক দুটোই ব্যাবহার করবো। এটা কি সম্ভব?? অবশ্য উইন্ডোজ এর প্রাধান্য টা বেশি পাবে।
শেষে আরও একটি কথা যোগ করলাম। সাধারন ল্যাপ্টপ কিনলে কোনটা কিনবো? বা ম্যাকবুক কিনলে কোন মডেল টা কিনবো? ম্যাকবুক প্রো আর ম্যাকবুক এয়ার এই দুটোর মধ্যে কোনটা কিনলে বেশি ভালো হয়? বা পার্থক্য টা একটু জানাবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।