আমাদের কথা খুঁজে নিন

   

ম্যাক এবং ম্যাকবুক

অদ্ভুত আঁধার এক চারিদিকে স্টিভ জবস এর মৃত্যুতে দুঃখ পেলাম । সবাইকেই চলে যেতে হয়। আবার আসলাম একগাদা অ্যাপল কম্পিউটার নিয়ে। প্রথমে একটা টার্ম বিষয়ে কথা বলবো। টার্মটা হল : REFURBISHED. ডিকশনারিতে মানে টা যা পেলাম তা হোল-- The state of being restored to its former good condition. এবং মজার ব্যাপার হোল ঠিক এই অর্থটাই খুঁজছিলাম।

এবারের ম্যাক গুলো REFURBISHED কন্ডিশন এর। তাহলে Second Hand এর সাথে পার্থক্য টা কী ?? আমি একটা নতুন জিনিস কিনলাম। প্যাকেট খোলা মাত্র এটা Second Hand হয়ে গেল। তাই তো !! এবার REFURBISHED । অ্যাপল একটা নতুন ম্যাক বাজারে আনলো ।

কয়েকটা কোম্পানির সাথে বিপণনের চুক্তি করল। সেই কোম্পানি/কোম্পানিগুলো বিপুল সংখ্যক ম্যাক তার স্টোরে রেখে দিল। কিন্তু দেখা গেল ৬/৮/১০ মাসের মাথায় ওই ম্যাকের নতুন ভার্সন চলে আসছে। এবং কাস্টমারের চাহিদার কথা মাথায় রেখে কোম্পানিগুলোও নতুন ভার্সন এ সুইচ করে ফেললো। এখন তাহলে স্টোরে থাকা আগের ভার্সনের প্রোডাক্টগুলোর কি হবে?? সেগুল তো সব বিক্রি হয় নি।

এগুলোই হচ্ছে REFURBISHED ম্যাক। অর্থাৎ REFURBISHED হচ্ছে অ্যাপলের এমন প্রোডাক্ট যা বর্তমানের লেটেস্ট ভার্সনের আগের প্রোডাক্ট। (ওওওওওওওফ !লিখতে এত কষ্ট ......!!!) এবার আসল অংশ। ম্যাক......... আইম্যাক জি5 ২০০৫-২০০৬ এর মডেল। ১৭’’ Wide ডিসপ্লে।

১.৬ GHz G5 প্রসেসর। [Equivalent to Dual Core] RAM – 512 MB , HD – 80 GB [ডিফল্ট কন্ডিশন] RAM – 02 GB, HD – 500 GB [ডেলিভারী কন্ডিশন] OS – লেপার্ড পর্যন্ত চলবে। Price :: 48,000-50,000 tk. আইবুক জি4 ২০০৫-২০০৬ এর মডেল। ১২.১‘’ স্ক্রিন। ১.৬ GHz G4 প্রসেসর।

[ডিটেইলস জানি না] RAM – 01 GB, HD – 60-120 GB Price :: 25,000-28,000 tk. লিখতে বহুত কষ্ট। একদম সংক্ষেপে--- ম্যাকবুক White – 62,000-65,000 tk. ম্যাকবুক Unibody – 70,000-75,000 tk. ম্যাকবুক Pro –85,000-90,000 tk আইম্যাক জি5 আইবুক জি4 পাওয়ারবুক জি4 ম্যাকবুক প্রো, ওএস লায়ন এবার সবগুলো এক সাথে..... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।