আমাদের কথা খুঁজে নিন

   

ম্যাক ঠিকানাও পরিবর্তন করা যায়

বৃষ্টি নেমেছে আজ আকাশ ভেঙ্গে হাটছি আমি মেঠো পথে......... লোকাল এরিয়া নেটওয়ার্ক (ল্যান) কার্ডের ঠিকানাকে (ফিজিক্যাল অ্যাড্রেস) বলা হলো ম্যাক অ্যাড্রেস। সাধারণত কম্পিউটারের সঙ্গে ইন্টারনেটের সংযোগ দিলেই একটি আইপি (ইন্টারনেট প্রটোকল) ঠিকানা ওই কম্পিউটারের জন্য নির্দিষ্ট হয়ে যায়। যতবার কম্পিউটারের সঙ্গে ইন্টারনেটের সংযোগ দেওয়া হয়, ততবারই একটি করে আইপি ঠিকানা ওই কম্পিউটারের জন্য নির্দিষ্ট হয়। অর্থাৎ আইপি ঠিকানা স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট হয় এবং প্রায়ই দেখা যায় ফাঁকা থাকা সাপেক্ষে ভিন্ন ভিন্ন হয়। তবে ম্যাক ঠিকানা সাধারণত একই থাকে।

অর্থাৎ একটি ল্যান কার্ডের একটি স্থায়ী ম্যাক ঠিকানা থাকে। তবে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে যেমন আইপি অ্যাড্রেস পরিবর্তন করা যায়, তেমনি ম্যাক ঠিকানাও পরিবর্তন করা যায়। হ্যাকাররা সাধারণত হ্যাকিং করার আগে কম্পিউটারের আইপি এবং ম্যাক ঠিকানা—দুটিই পরিবর্তন করে ফেলে। তাহলে আর খুব সহজে হ্যাকারদের ধরা যায় না। ম্যাক ঠিকানা পরিবর্তন করার তেমনই একটি সফটওয়্যার হলো টিম্যাক।

এই সফটওয়্যার ব্যবহার করে খুব সহজেই ম্যাক অ্যাড্রেস পরিবর্তন করা যায়। তিন মেগাবাইটের মতো এই সফটওয়্যার বিনা মূল্যে ডাউনলোড করতে পারবেন Click This Link ঠিকানার ওয়েবসাইট থেকে। সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করার পর খুললেই সবার ওপরে দেখতে পাবেন আপনার কম্পিউটারের বর্তমান ম্যাক অ্যাড্রেস এবং তার পাশে লেখা আছে Changed-এর নিচে No। অর্থাৎ ম্যাক ঠিকানা পরিবর্তন করা হয়নি। এখন সবার নিচে Change MAC-এ ক্লিক করুন।

তারপর Random MAC Address-এ ক্লিক করে Change Now-এ ক্লিক করুন। কোনো বার্তা এলে Yes-এ ক্লিক করে কিছু সময় অপেক্ষা করুন। রিস্টার্ট দিতে বললে রিস্টার্ট করুন। এখন সবার ওপর দেখতে পাবেন আপনার কম্পিউটারের নতুন ম্যাক ঠিকানা এবং তার পাশে লেখা আছে Changed-এর নিচে Yes। ম্যাক ঠিকানা পরিবর্তন করা হয়েছে।

আবার আগের ম্যাক ঠিকানায় ফিরে যেতে চাইলে একইভাবে সবার নিচে Change MAC-এ ক্লিক করুন। তারপর Orginal MAC-এ ক্লিক করুন। কোনো বার্তা এলে Yes-এ ক্লিক করে কিছু সময় অপেক্ষা করুন। রিস্টার্ট দিতে বললে রিস্টার্ট দিন। দেখবেন আবার আপনার আগের ম্যাক অ্যাড্রেস ফিরে এসেছে এবং তার পাশে লেখা আছে Changed-এর নিচে No।

অর্থাৎ ম্যাক (MAC) অ্যাড্রেস পরিবর্তন করা হয়নি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।