আমাদের কথা খুঁজে নিন

   

প্রকাশিত হলো বাংলা ঢোল

.............................. ফোক গানের মিক্সড অ্যালবাম ‘বাংলা ঢোল’। এই অ্যালবামটি প্রকাশের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে একটি নতুন অডিও প্রযোজনা প্রতিষ্ঠান বাংলা ঢোল। অ্যালবামটিতে নতুন কণ্ঠশিল্পীদের গাওয়া গানের পাশাপাশি রয়েছে বাউল সম্রাজ্ঞী মমতাজের গাওয়া একটি গান। ‘বাংলা ঢোল’ অ্যালবামটির সঙ্গীতায়োজনে রয়েছেন লিমন। অ্যালবামটি সম্পকে তিনি বললেন, এই অ্যালবামটিতে বাউল সম্রাজ্ঞী মমতাজ ছাড়া সবাই নতুন।

গানগুলো মৌলিক ফোক ধাঁচের। তাই মিউজিকেও যথেষ্ঠ নতনত্ব বজায় রাখার চেষ্টা করেছি। যে বিষয়টি না বললেই নয় তা হলো শিল্পীদের গায়কীতেও নতুনত্ব পাওয়া যাবে এই আলবামে। বাকিটা বলার কিছু নেই। কারণ গান তো শোনার বিষয় একই সাথে উপভোগেরও।

শুধু বলতে চাই সত্যিই সমসাময়িক গানের ভিড়ে অ্যালবামটি যথেষ্ঠ স্বকীয়। বাংলা ঢোল অ্যালবামটিতে বাউল সম্রাজ্ঞী মমতাজের একটি গান ছাড়া অন্য গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ছোটন, আল আমিন, লিমি, লাইজু, মৈত্রী, নোবেল, জেরিন ও অভিলাষ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.