ইচ্ছে করে পানকৌড়ির মতন অবেলায় অবহেলায় জীবনটাকে কাটিয়ে দিতে!!
গতকাল সন্ধ্যায় বাংলা একাডেমী প্রাঙ্গণে নজরুল মঞ্চে এক রঙ্গা এক ঘুড়ি থেকে প্রকাশিত ব্লগারদের বই এর মোড়ক উন্মোচন আয়োজন সু সম্পন্ন হয়েছে। শ্রদ্ধেয় কথা সাহিত্যিক আনিসুল হক একে একে “নির্বাসিত জোছনাদল”, “কল্প এবং ...”, “স্বপ্ন শব্দ ভাঙ্গন” এবং “নিষিদ্ধ পোট্রেট” এর মোড়ক উন্মোচন করন।
নির্বাসিত জোছনাদল ০ নীলসাধু, আলভিনা চৌধুরী, তাহমিদুর রহমান, নাসরিন চৌধুরী, কাজী মেহেদী হাসান [নির্বাচিত কবিতা সংকলন]
নিষিদ্ধ পোট্রেট ০ ফাতিন আরফি [কাব্যগ্রন্থ]
কল্প এবং ... ০ মামুন ম আজিজ এবং তাহমিদুর রহমান [বৈজ্ঞানিক কল্পকাহিনী]
স্বপ্ন শব্দ ভাঙ্গন ০ মাটির ময়না [কাব্যগ্রন্থ]
নির্বাসিত জোছনা দলের হয়ে কবি আলভিনা চৌধুরী, কল্প এবং এর পক্ষে তাহমিদুর রহমান, নিষিদ্ধ পোট্রেট এর কবি ফাতিন আরফি নিজেদের সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। মোড়ক উন্মোচন শেষে কথা সাহিত্যিক আনিসুল হক তার বক্তব্যে সৃজনশীল এসব কর্মকাণ্ডের প্রশংসা করে ব্লগারদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং নিরবচ্ছিন্ন ভাবে লেখালেখিতে পর্যাপ্ত সময় দেবার কথা বলেছেন।
এক রঙ্গা এক ঘুড়ির সদস্য সহ বাংলা ব্লগিং কমিউনিটির এক ঝাঁক প্রিয় মুখ এই আয়োজনে যোগ দিয়েছিলেন।
সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
আজ থেকে এক রঙ্গা এক ঘুড়ির স্টলে বইগুলো পাওয়া যাবে।
লিটল ম্যাগ চত্বর।
২৫ নম্বর স্টল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।