আমাদের কথা খুঁজে নিন

   

প্রকাশিত কবিতাসমূহ

নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই
দুর্বলতাকে বিনয়ে ঢেকে সামহোয়ারইনে প্রকাশিত ১১১ টি কবিতার একটা তালিকা দিলাম। তালিকা থেকে পাঠকদের মন্তব্য অনুযায়ী ২০/২৫টি কবিতা আলাদা করতে চাই। খুব অগোছালো ভাবে নানান সময় কবিতাগুলো প্রকাশিত হয়েছে। একটা অনলাইন সংকলন করার কথা ভাবছি। আর ছাপানোর উপযোগী লেখাগুলোও জেনে রাখতে চাই। ১. প্লেস হোল্ডার ২. ইন্ট্রো ৩. পূন:উপহার ৪. টলমল চোখে নিহত হওয়ার পূর্বাভাষ ৫. গন্যি মান্যি মানুষ আসিছে ৬. বেড়াতে যাওয়া হয় না ৭. পরজন্ম ৮. অধিকার ৯. এই শহরেই ১০. এক আশ্চর্য বিস্ময় ১১. ভয়ে ১২. স্বর্ণ নয় পেয়ে যায় সোনালী ফসল ১৩. এক পয়সার কাঠি ১৪. বিদ্রোহ ১৫. পাগল ১৬. নিকুচি করি কাব্যগুণ ১৭. এখন শুধু ইচ্ছে হওয়া বাকি ১৮. নাভীর মোহর ১৯. সেলাই করা দৃশ্যাবলি ২০. মাটিয়াল বাড়ির মেয়ে ২১. বয়ে যায় গ্রাফাইট রং কর্ণফুলী ২২. মহাকর্ষ ২৩. ভুলে যাওয়া ঠিকানা ২৪. হাত নাড়ছে গাছের সারি ২৫. লেন দেন মিটে গেছে ২৬. সম্তায় বিক্রি হবে ২৭. দুই রঙা নদী ২৮. বাসে ২৯. পৃথিবীর পথে ৩০. কে ভালবেসে জেগে থাকে রাত নেই যেন জানার উপায় ৩১. কত কিছু থামিয়ে দেয় পথ চলা ৩২. দু:স্বপ্নের দু:স্বপ্ন ৩৩. বিদ্যালয় সখা ৩৪. এক্যুরিয়ামের গ্রাম ৩৫. মানুষ বিক্রি ৩৬. বুবুজান ৩৭. বোকার বলা গল্প ৩৮. রহস্যপূজারী-২ ৩৯. অপূর্ণাঙ্গ পথিক, ফুল ও পতঙ্গের বিচ্ছিন্ন শব্দমালা ৪০. শৈশব পুনর্নির্মাণ ৪১. ঈশ্বর বদলে যাবার পর ৪২. রোমন্থন ৪৩. শ্রেষ্ঠ কবিতার শেষকৃত্য ৪৪. অক্সিমোরন ৪৫. সুর্যের কাছে সুর্য চেয়ে অনেক করেছি দেনা ৪৬. ঘুমন্ত শহরে ছোট্ট নদী ডাকে না ৪৭. যে লেখেনা তার লেখা কোথায় পড়তে পাই? ৪৮. দুই মুখো সড়কের সামনে দাঁড়িয়ে তরুণ ৪৯. বৃত্তছানা ও জ্যামিতি ৫০. লেখনীর ইতিহাস ৫১. বেঁচে থাকা ৫২. চামচ ৫৩. ইচ্ছে ৫৪. কবিতার শিরোনাম দেখেই চলে যাচ্ছ? ৫৫. সফুরার দিনলিপি ৫৬. প্রেম ৫৭. কুড়ি বছর পর ৫৮. পাউরুটি তত্ত্ব ৫৯. অন্যদেহে এই মানুষটা আবারও আমাকে পথ হাঁটাবে ৬০. কেউ তোমাকে ভালবাসে ৬১. হাইফেন থেকে ... এই হাইফেন পর্যন্ত ৬২. অচিন মন ৬৩. জননী ৬৪. লেখকেরা অ্যামিবা হয়ে যায় ৬৫. মিসকল ৬৬. যা আমাদের বানানো নয় তাকে ধ্বংশ করার অধিকার নেই ৬৭. বিবর্তন ৬৮. স্টেইনলেস কুকুর এবং রিপোর্ট মিলানি ৬৯. সফল কবিতা বেঁচে থাকে অন্ধদের দয়ায় ৭০. আজকের চর্যাপদ -১ ৭১. বিচ্ছিন্ন শব্দাবলী -১ ৭২. একখন্ড মাটির দলিল ৭৩. সংশোধিত বানান ৭৪. জল জোৎস্নার পালা ৭৫. আজকে তো নয় শবেবরাত ৭৬. চড়ুই, বৃক্ষ এবং মানুষ ৭৭. কবি ও কবির দায়বদ্ধতা ৭৮. কবিতার জন্ম নিয়ন্ত্রণ বন্ধ হোক ৭৯. ভালবাসার বিপ্লবীরা যখন থাকে কর্মহীন ৮০. দোতলার মানুষ ৮১. কতটুকু ব্যর্থ হলে.. ৮২. স্মৃতির শহরে ফেরা ৮৩. পাতা এবং কুঁড়ির মেয়ে ৮৪. বৃষ্টি বদলে যাবে ৮৫. প্রতি: কেউ কথা রাখে নি ৮৬. কখনো তুলিনি ছবি ক্যামেরায় ৮৭. কফি বন্দনা ৮৮. একটি মুদ্রা দিলে এই মেঘলা দিনে আয়ু কিনে খাবে ৮৯. জাহাজী ও বনলতা সেন -২ ৯০. জাহাজী ও বনলতা সেন ৯১. লাল পোড়া ইটের বাড়ি ৯২. ব্রেনপিউটার হ্যাঙ্গু ৯৩. জন্ম যেন লোকাল ট্রেন ৯৪. সাদা - কালো ৯৫. নিদ্রাহরণ কাব্য - ২ ৯৬. নিদ্রাহরণ কাব্য - ১ ৯৭. আগুন, আমি আর লিখবো না কবিতা ৯৮. চিন্তা শিকারী ৯৯. পৃথিবী তাই দ্বিগুণ সুন্দর ১০০. যৌবন ঠিকই শুনতে পায় ১০১. পার্বতী ১০২. অড্রাফট প্রেম ১০৩. ৬০ ওয়াটের বাতির ছায়ায় ১০৪. তোকে ১০৫. টেবিলের দু' পাশে দু'জন ১০৬. তোমার জন্য ভালবাসার জন্য ১০৭. কলা ১০৮. একটি বোকা দিবসের কবিতা ১০৯. চোখ ১১০. বৃষ্টিতে ১১১. চান তারার গোলামেরা দেশকে এমনিতে ছাড়বে না
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.